Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ৪টি মেশিন ও রোগীদের চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেছেন এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ করোনা রোগীদের চিকিৎসার জন্য হবিগঞ্জ আড়াইশ’ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে দুইটি সিপিএপি ও দুইটি অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন হস্তান্তর করেছেন এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল বুধবার নাভানা লিমিটেড প্রদত্ত মেশিন ৪টি ছাড়াও কানাডায় বসবাসরত বাংলাদেশী চিকিৎসকদের প্রদত্ত উন্নতমানের অক্সিজেন মাস্ক, ডিজিটাল বিপি মেশিন, নেবুলাইজার এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন তিনি।
এ সময় হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ একেএম মুস্তাফিজুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জ্বল, সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ পরেশ চন্দ্র দেব, আরএমও ডাঃ মুমিন উদ্দিন, ডাঃ ওমর ফারুক, মোঃ শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
চিকিৎসা সামগ্রী হস্তান্তর উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। এ সময় জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরীর উপর গুরুত্বারোপ ও সবাইকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।