Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে এক মহিলা শিরনি আনতে গিয়ে অপর মহিলার হামলায় আহত ॥ অতপর মৃত্যু

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে এক মহিলা শিরনি আনতে গিয়ে অপর মহিলার হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয়েছে। মৃতের নাম গয়ালি বেগম (৬৫)। তিনি নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ভানুদেও গ্রামের মৃত রজব উল্লাহর স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শনিবার (২৬ জুলাই) দুপুরে পার্শ্ববর্তী সদরঘাট গ্রামের জনৈক ব্যক্তি মারা গেলে তার বাড়িতে তুষার শিরনি আনতে অটোরিক্সাযোগে নাতি রুমান মিয়াকে সাথে নিয়ে যান গয়ালি বেগম। অটো-রিক্সার ভাড়া নিয়ে ড্রাইবার জুলাই মিয়ার সাথে রুমানের তর্কবিতর্ক হয়। এ সময় গয়ালি বেগম জুলাই মিয়ার অটো-রিক্সায় উঠার কারণে তার নাতিকে শাসন করছিলেন। সেখানে শিরনি আনতে গিয়েছিলেন জুলাই মিয়ার খালাতো বোন ভানুদেও গ্রামের জাহাঙ্গীরের স্ত্রী লাভলী বেগমও। লাভলী বেগম এ সময় জুলাই মিয়ার পক্ষ নিয়ে গয়ালি বেগমের সাথে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে লাভলী বেগম গয়ালি বেগমের উপর হামলা চালান এবং গলা টিপে ধরেন। আশপাশের লোকজন ঘটনা দেখতে পেয়ে গয়ালি বেগমকে উদ্ধার করে প্রথমে গোপলার বাজারে নিয়ে যান। পরে রাত ৮ টায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৭ জুলাই) সকালে মারা যান। সিলেটে ময়না তদন্ত শেষে গয়ালি বেগমের লাশ নবীগঞ্জ থানা পুলিশকে দেখিয়ে সন্ধ্যায় গ্রামে নিয়ে যাওয়া হয়। পরে রাত ৯ টায় নোয়াগাঁও কবরস্থানের পাশে জানাজার নামাজ শেষে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়। জানাজায় স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ হেলাল মিয়াসহ অসংখ্য মানুষ অংশ নেন। নিহত গয়ালি বেগমের এক পুত্র সন্তান ও ৩ কন্যা সন্তান রয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত কোন মামলা হয়নি।