Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জ সদরের অধিকাংশ বন্যার্ত মানুষের কপালে জুটেনি ত্রাণ

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ পৌরসভার ফতেপুর গ্রামের হিরা মিয়া বসত ঘরে হাটু পানি, শুক্রীবাড়ী হরেকৃষ্ণ সূত্রধর, বিকু সূত্রধরের ঘরে হাটু পানি, কর্মহীন জয়নগরের গাইন পল্লী, এই পল্লীর কসমেটিকস ও চুড়ি নিয়ে গ্রামে গ্রামে যেতে না পারায় কষ্টে দিন কাটাচ্ছেন বলে এক্সপ্রেসকে জানায়। পৌরসভা ও সদর ইউনিয়নের বন্যার্তদের অধিকাংশ মানুষ এখন পর্যন্ত সরকারী কোন ত্রাণ বা সহযোগিতা পায়নি। চর বাজারে বন্যার পানিতে রাস্তা ও দোকানে প্রবেশ করে ব্যবসায়ী ও জনজীবন বিপর্যস্ত। লাগাতার বৃষ্টি ও উজানের পানি দিনে দিনে বৃদ্ধি বৃদ্ধি পাওয়র কারনে কুশিয়ারা ও কালনী নদীর পানি প্রায় ২০ সেন্টিমিটারের বিপদ সীমার উপরে প্রবাহিত হয়েছে। পৌরসভার কাঠ বাজার, লঞ্চ ঘাঠ রোড়, আর্দশ নগর, জয়নগর, সমিপুর কুমারহাটি, নয়ানগরে পানিতে অধিকাংশ বাড়ী ঘর তলিয়ে গেছে। কোন কোন মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে আত্মীয়ের বাড়ী কিংবা নিরাপদ স্থানে সরে যাচ্ছে। চর বাজারের ব্যবসায়ীদের কোন কোন দোকানের ভিতর পানি প্রবেশ করে মালামাল ও আসবাব পত্র নষ্ট হয়েছে বলে জানান।