Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ডের খাদ্য সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ডের উদ্যোগে ২৪ জুলাই শুক্রবার বিকালে ডিসি অফিস প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে এ দেশের বীর মুক্তিযোদ্ধাগণ আমাদের স্বাধীন দেশ উপহার দিয়েছেন। বীর মুক্তিযোদ্ধার সন্তানরা মহামারী করুণায় বিভিন্নভাবে অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ডের সদস্য সচিব, অগ্রণী ব্যাংক হবিগঞ্জ শাখার সিনিয়র অফিসার শাহ জয়নাল আবেদীন রাসেল এর পরিচালনায়, প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ডের আহবায়ক বৃন্দাবন সরকারি কলেজের প্রভাষক ফকরুদ্দিন খান পারভেজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-সচিব নুরুল ইসলাম, প্রাক্তন পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা পরিষদ মহিলা সদস্য জেলা মহিলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ফাতেমা-তুজ-জোহরা রিনা, চ্যানেল আই ও বাংলাদেশ প্রতিদিন হবিগঞ্জ প্রতিনিধি, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, জেলা সন্তান কমান্ড সভাপতি গৌস উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ড যুগ্ম আহবায়ক প্রধান শিক্ষক সমিরন কিশোর দাস, যুগ্ম আহবায়ক সোনালী ব্যাংক শায়েস্তাগঞ্জ শাখার ম্যানেজার হাবিবুর রহমান বাবু, যুগ্ম আহবায়ক সোনালী ব্যাংক চৌধুরী বাজার শাখার ম্যানেজার ইব্রাহিম খলিল, সোনালী ব্যাংক বঙ্গমাতা সভাপতি প্রিন্সিপাল অফিসার তোফায়েল মোস্তফা তরফদার, ফুড ইন্সপেক্টর খালেদ মাহমুদ রাসেল, জেলা একাউন্টস অডিটর প্রণয় চক্রবর্তী। মুক্তিযোদ্ধা মঞ্চ সভানেত্রী তাহমিনা গাজী। মুক্তিযুদ্ধ মঞ্চ, বিজয় ৭১, আদর্শ সমাজ কল্যাণ সংস্থা চুনারঘাট উপজেলা সভাপতি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা রাশেদুজ্জামান চৌধুরী, মিজান প্রমুখ।