Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে ক্যাবল টিভির মাধ্যমে শিক্ষা কার্যক্রম উদ্বোধন

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ করোনা ভাইরাস (কোভিট ১৯) ও বন্যার কারনে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। একদিকে যেমন গ্রাস করছে করোনা ভাইরাস অন্যদিকে বন্যার পানিতে সর্বশান্ত করছে ভাটি এলাকার আজমিরীগঞ্জ এলাকার জন সাধারণ শিক্ষার্থীদের। এই সময়ে পড়া লেখার ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীরা ও অমনোযোগী হয়ে যাচ্ছে।
শিক্ষার্থীদের সুবিধার্থে ভিন্ন ধর্মী আয়োজন করছে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসন। মহামারী এবং বন্যা কবলিত এলাকার ছাত্র-ছাত্রীর পড়া লেখার সুবিধার্থে ক্যাবল টিভির মাধ্যমে দূরশিক্ষন “শিক্ষাবন্ধু আজমিরীগঞ্জ” শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে ইসরাত, উপজেলা চেয়ারম্যান মোঃ মর্তুজা হাসান, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুদুল্লাহ। এতে আজমিরীগঞ্জ ক্যাবল পরিচালক মোজাম্মেল হোসেনসহ আজমিরীগঞ্জ উপজেলা প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।