Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে হবিগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন

স্টাফ রির্পোটার ॥ হবিগঞ্জে মৎস্য কর্মকর্তার দুর্নীতির সংবাদ প্রকাশ হওয়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদ জানিয়েছে হবিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলার কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করে মামলা প্রত্যাহারের দাবি জানান।
নবীগঞ্জ উপজেলার কুর্শিকাপ হ্যাচারীতে অনিয়ম এবং দুর্নীতির সংবাদ প্রকাশ করায় মাছরাঙা টেলিভিশন হবিগঞ্জ প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ এবং বাংলা নিউজ ২৪.কমের প্রতিনিধি বদরুল আলমের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন ওই হ্যাচারীর সাবেক মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
হবিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ আজিজ সেলিমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি প্রদীপ দাস সাগর, সাংবাদিক ফোরাম-এর সাবেক সভাপতি শাকিল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শরিফ চৌধুরী, মুজিবুর রহমান, ফয়সল চৌধুরী, নবীগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি অলিউর রহমান, লাখাই উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন, বানিয়াচং উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জীবন আহমেদ লিটন প্রমুখ।
বক্তার মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনে রহমত আলী, জুয়েল চৌধুরী, কাজী মিজান, আজিজুর রহমান শায়েল, অপু আহমেদ রওশন, নায়েব আলী, শেখ শাহাউর রহমান বেলাল, ইলিয়াছ আলী মাসুক, আফতাবুর রহমান সেলিম, সাইফুর রহমান তারেক, জাহেদ আলী মামুন, মহসিন সাদেক, শেখ সফিকুল ইসলাম সফিক, মো. নজরুল ইসলাম তালুকদার, মোঃ সুজন মিয়া, কবি এম এ ঠাকুর, সাব্বির আহমেদ, দেলোয়ার হোসেন, মহিবুর রহমান তছনু, মুরাদ আহমেদ, তওহিদ আহমেদ, সাইদুর রহমান, বিল্লাল আহমেদ, শাহিন মোল্লা, সুশিল, ফয়সল, রুবেলসহ বিভিন্ন উপজেলার কর্মরত সাংবাদিকগণ এতে অংশ নেন।