Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সিলেট বিভাগীয় যুব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা যুব সমাজকে এগিয়ে নিতে হলে কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে হবে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটের মীরের ময়দানে শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গনে ৩ দিনব্যাপী বিভাগীয় যুব মেলা ও যুব সমাবেশ-২০১৪ শুরু হয়েছে। সফল সিলেটের সফল আত্বর্কমী ও যুব সংগঠন’র আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ক্রীড়া প্রতিমন্ত্রী ধিরেন শিকদার এমপি, যুব ও ক্রীয়া মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক অসিত কুমার মুকুটমনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান। সভায় আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন-যুব সমাজকে এগিয়ে নিতে হলে সকল উপজেলায় কারিগরি ও ট্যাকনিক্যাল শিক্ষার গুুত্ব দিতে হবে। তাহলে যুব সমাজ এগিয়ে যাবে। ভবিষৎ দেশকে এগিয়ে নিয়ে যাবে। তিনি হবিগঞ্জের হাওর অঞ্চল ও পিছিয়ে পড়া এলাকার দারিদ্র মানুষদের কল্যানে বিভিন্ন প্রকল্প প্রদান ও বরাদ্দ দেয়ার আহবান জানান।