Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ধুলিয়াখালে ভেজাল পণ্য তৈরীর কারখানা ॥ ভ্রাম্যমান আদালতে ৩ জনকে জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ ধূলিয়াখালে ভেজাল পণ্য তৈরীর কারখানা আবিষ্কার করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার ওই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ করা হয় এবং জড়িত ৩ জনকে কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্তরা হল-কারখানার মূলহুতা ধূলিয়াখাল গ্রামের সালেক মিয়ার ছেলে হারুন মিয়া (২৮), তার সহযোগী একই গ্রামের মুক্তিযোদ্ধা ফিরোজ আলীর ছেলে মিজানুর রহমান (৩১) ও বাড়ির মালিক হবিগঞ্জ পৌর এলাকার শায়েস্তানগরের মৃত আব্দুল গফুরের ছেলে মাসুক মিয়া (৪৫)।
এনএসআই এর দেয়া তথ্যেও ভিত্তিতে সদর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মাকসুদা হোসেন অভিযান পরিচালনা করেন। অভিযানে নকল লেভেলযুক্ত বিপুল পরিমাণ সরিষার তেল, সুপার একসেল ডিটারজেন্ট পাউডার ও ব্যষ্ট টাটা প্রিমিয়াম চা-পাতাসহ ভেজাল পণ্য উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয়। এ সময় উল্লেখিত ৩জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একজনকে ৬ মাসের কারাদণ্ড নগদ এক ল টাকা জরিমানা এবং অপর দুইজনের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড ও এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত থেকে সহযোগিতা করেন এনএসআই ডিডি আজমল হোসেন, এডি হুমায়ুন, অফিস সহকারী রাসেল সিনহা, অফিস সহায়ক কুদ্দুস, সদর থানার এসআই সাহিদ, এসআই মহিন, এসআই উত্তসব কর্মকারসহ একদল পুলিশ। সহকারী কমিশনার ভূমি মাকসুদা হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান- হবিগঞ্জ এনএসআই এর মাধ্যমে তথ্য জানতে পেরে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ সহ বেআইনি কাজে জড়িত তিনজনকে জেল জরিমানা প্রদান করা হয়।