Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অসহায় কিডনি রোগীকে বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউকের আর্থিক অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার ॥ দুরারোগ্য কিডনি রোগী ক্কারী শেখ আমিনুল হক এর চিকিৎসার সাহায্যে এগিয়ে এসেছে বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউকে। সম্প্রতি বানিয়াচং উপজেলার সিকন্দরপুর গ্রামের ক্কারী শেখ আমিনুল হক দুরারোগ্য কিডনি রোগে আক্রান্ত হন। এ রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। এ অবস্থায় অসহায় হয়ে পড়েন ক্বারী আমিনুল হক। তার চিকিৎসার জন্য সহায়তার আহ্বান জানান বিত্তবান ও সমাজসেবকদের নিকট। এতে সারা দিয়ে এগিয়ে আসে বৃন্দাবন কলেজ এলামনাই এর নেতৃবৃন্দ। লন্ডনে এলামনাই এর নেতৃবৃন্দসহ কমিউনিটির নেতাদের বিষয়টি অবহিত করলে সবাই সাধ্যমত এগিয়ে আসেন। ফলশ্রুতিতে ২ লাখ টাকা অনুদান উঠে।
গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ক্কারী আমিনুল হক এর বড়ভাই শেখ নুরুল হকের নিকট অনুদানের ২ লাখ ৪ হাজার টাকা হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাছিরুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ইসমাঈল হোসেন, সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জহির, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি রাসেল চৌধুরী, জেলা সাংবাদিক ফোরাম সভাপতি এমদাদুল ইসলাম সুহেল, জেলা বাপা’র সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, সংগঠনের সিনিয়র সদস্য নুরুদ্দিন চৌধুরী বুলবুল প্রমুখ।
উল্লেখ্য, বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউকে ইতিপূর্বে গত শীত মৌসুমে হবিগঞ্জে অসহায় শীতার্ত এক হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন ছাড়াও কয়েকজন অসহায় ব্যক্তির চিকিৎসায় উল্লেখযোগ্য অনুদান প্রদান করে।
বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউকের সভাপতি এ রহমান অলি, সাধারণ সম্পাদক নজমুদ্দিন তালুকদার মিঠু সহ সকল নেতৃবৃন্দ অনুদান প্রদানকারী সকল হৃদয়বান ইউকে প্রবাসীগনকে আন্তরিক ধন্যবাদ এবং অনুদান প্রদান অনুষ্ঠানে অংশগ্রহনকারী সকলকে অভিনন্দন জানান।