Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইমাম ও মুয়াজ্জিনগণ সমাজের সম্মানিত ব্যক্তি তাদের জীবনমান উন্নয়নে সব সময় পাশে রয়েছে সরকার-ইউএনও মাসুদ রানা

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ইমাম ও মুয়াজ্জিনগণ সমাজের সম্মানিত ব্যক্তি তাদের জীবনমান উন্নয়নে সব সময় পাশে রয়েছে বর্তমান সরকার। সরকারের প্রতিনিধি হিসেবে আমরাও আপনাদের পাশে আছি এবং থাকবো, বর্তমান করোনা পরিস্থিতি বিষয়ে সচেতনতা তৈরীতে ইমামগন মূখ্য ভূমিকা পালন করতে পারেন। আপনাদের মাধ্যমে প্রেরিত ম্যাসেজগুলো দ্রুত মানুষের মনে স্থান করে নেয়। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ সংকটময় মূহুর্ত অতিক্রম করতে হবে, হবিগঞ্জের বানিয়াচংয়ে কর্মরত ১২ জন ইমাম ও মুয়াজ্জিনকে জনপ্রতি ৫ হাজার টাকা করে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট্রের মাধ্যমে প্রাপ্ত প্রধানমন্ত্রীর উপহার ৬০ হাজার টাকার চেক তুলে দেয়ার সময় সংক্ষিপ্ত বক্তব্যে একথাগুলো বলেন বানিয়াং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা।
গতকাল বুধবার (১৫ জুলাই) দুপুর ১২ টায় ইউএনও’র কার্যালয়ে চেক বিতরণকালে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ সোলায়মান, ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া, সিএনএন বাংলা টিভি, দৈনিক মানবজমিন উপজেলা প্রতিনিধি ও হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মখলিছ মিয়া, সাংবাদিক জীবন আহমেদ লিটনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রধানমন্ত্রীর উপহারপ্রাপ্ত ইমামগণ হলেন, শফিকুর রহমান, এমদাদুল হক, জহির উদ্দিন ঠাকুর, তাওহীদুল ইসলাম, মোশাহিদ আহমদ, আশিকুল ইসলাম, আরশাদুর রহমান, আল আমিন হোসাইন, আব্দুল কাদির জাকির, আফজাল হোসাইন, সিরাজুল ইসলাম শাহীন ও তাফাজ্জুল হক।