Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সদর হাসপাতালের ডাস্টবিনে করোনা রোগীর ময়লা আবর্জনা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের প্রধান ফটকের ডাস্টবিনে করোনা রোগীর ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। এতে করে পথচারী ও রোগীদের মাঝে আতংক বিরাজ করছে। হবিগঞ্জ সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের ২৫ জনের মতো রোগী রয়েছে। প্রতিদিনই তাদের ব্যবহৃত পানির বোতল, পিপিই, গ্লাভস, খাবারের জিনিসপত্র এই ডাস্টবিনে ফেলা হচ্ছে। এগুলো আগুন দিয়ে পুড়ানোসহ মাটিতে ফুতে ফেলার কথা। এতে ময়লার স্তুপ থেকে অন্যান্য মানুষের মাঝে করোনা ছড়ানোর সম্ভাবনা রয়েছে।
এ ব্যাপারে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শামীম আরার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, করোনা রোগীর ময়লা আবর্জনা আগুন দিয়ে পুড়ানোসহ মাটিতে পুতে রাখার নিয়ম। কিন্তু এই নিয়ম যদি কেউ ভঙ্গ করে থাকে তাহলে বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।