Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে রাস্তা ডুবে গ্রামে ঢুকছে কুশিয়ারার পানি

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের ভারী বর্ষণের কারণে আজমিরীগঞ্জে কালনী এবং কুশিয়ারাসহ বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। গতকাল রবিবার বিকেলে কুশিয়ারার পানি আজমিরীগঞ্জ ও পাহাড়পুর অংশে বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে মার্কুলি অংশে এখন পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে, কুশিয়ারা ও কালনি নদীর পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন গ্রামে প্রবেশ করছে। এতে প্লাবিত হয়েছে উপজেলার ৫টি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল। রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিভিন্ন স্থানের রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। আবার কোথাও কোথাও ঝুঁকি নিয়েই ছোট যানবাহনগুলো চলাচল করতে দেখা গেছে। সরজমিনে দেখা যায়, আজমিরীগঞ্জ সদর থেকে ২নং বদলপুর ইউনিয়নের হিলালপুরের রাস্তার উপরে হাটু পানি, কাটাখালী রাস্তার উপর দিয়ে পানি প্রবল বেগে হাওরে প্রবেশ করছে। এছাড়া পাহাড়পুর-কাদিরগঞ্জ সড়কের নিকলীর ঢালার অংশ, আজমিরীগঞ্জ-কাকাইলছেও সড়কের সৎসঙ্গ আশ্রম অংশ, ভাটি সমীপুর-কুমার হাটি রাস্তার বিভিন্ন অংশ দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করছে। এতে আতঙ্ক দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। ইতোমধ্যে নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে। পানি বৃদ্ধি অব্যহত থাকার কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।