Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ এক্সপ্রেসে প্রতিবেদনের ১২ ঘন্টার মধ্যে বানিয়াচঙ্গের দিনমজুর তাবেদুরের হাতে তুলে দিলেন নৌকা ও নগদ অর্থ দিলেন ইউএনও মাসুদ রানা

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ অসহায় হতদরিদ্র দিনমজুর তাবেদুরকে নিয়ে হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকায় গত ১১ জুলাই একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনটি দৃষ্টিকাড়ে বানিয়াচঙ্গ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা’র। সংবাদ প্রকাশের ১২ ঘন্টার মধ্যে নিজে কার্যালয়ে ডেকে নিয়ে দিনমজুর তাবেদুরের হাতে তুলে দিলেন নৌকা ও নগদ অর্থ। সাথে পরিবার পরিজনের জন্য সরকারের পক্ষ থেকে পুষ্টিকর খাবারও তুলে দেয়া হয় তাবেদুর মিয়ার হাতে। নৌকা বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা খবির উদ্দিন, বানিয়াচং প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক, মানবজমিন প্রতিনিধি ও হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মখলিছ মিয়া, সিলেটভিউ’র বানিয়াচং প্রতিনিধি জসিম উদ্দিন, ২ নং উত্তর-পশ্চিম ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার শাহনূর মিয়া, উপখাদ্য পরিদর্শক আমিনুল হক চৌধুরী, তফুর মিয়া।
ইউএনও মাসুদ রানা বলেন, তাবেদুর মিয়াকে দ্রুত সহযোগিতা করতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও এধরনের ভাল কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন। এছাড়াও এরকম একটি সংবাদ তুলে ধরার জন্য মানবজমিন প্রতিনিধি ও হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার মখলিছ মিয়া ও সিলেটভিউ’র বানিয়াচং প্রতিনিধি জসিম উদ্দিনকে ধন্যবাদ জানান ইউএনও মাসুদ রানা। উল্লেখ্য, গত ১১ জুলাই হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকায় দিনমজুর তাবেদুর কে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। বৈশ্বিক মহামারী করোনার জন্য দীর্ঘদিন কর্মহীন। কোথাও কাজ না পেয়ে পরিবার পরিজন নিয়ে কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে। অভাবের তাড়নায় প্রতি নিয়ত এদিক ওদিক ঘুরিয়ে বেড়াচ্ছেন কাজের আশায়। মাঝে মধ্যে কিছু কাজ করলেও তা নিয়মিত না হওয়ায় অভাব যেন তার নিত্যসঙ্গী হয়ে দাঁিড়য়েছে। বলছি বানিয়াচং উপজেলার ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের কতুবখানী গ্রামের সুরত আলীর ছেলে দিনমজুর তাবেদুর মিয়ার কথা। এখন বর্ষাকাল। খাল বিল জলাশয় পানিতে টইটুম্বুর। তাবেদুর মিয়ার মনে একটু আশার সঞ্চার হয়। অন্তত মাছ ধরে পরিবারের মুখে খাবার তুলে দিতে পারব। কিন্তু সেখানেও আশায় গুড়ে বালি। কেননা মাছ ধরতে গেলে যে নৌকার প্রয়োজন। সেই সার্মথ্যটুকুও নেই তার। দীর্ঘদিন কর্মহীন থাকার দরুন নৌকা কিনবে দূরে থাক পরিবার নিয়ে বেঁচে থাকাই কঠিন হয়ে দাঁিড়য়েছে। তাই বলেতো ঘরে বসে থাকলে হবে না। তাই তার মাথায় একটি উদ্ভাবনী চিন্তা আসল। যেই চিন্তা সেই কাজ। তিনি তার ঘরে থাকা পুরাতন একটি টিন দিয়ে নৌকা তৈরী করলেন। সেই নৌকা দিয়ে হাওরে গিয়ে মাছ ধরে কোনমতে পরিবারের লোকদের মুখে দুটো ভাত তুলে দিচ্ছেন। কিন্তু টিনের তৈরী নৌকা নিয়ে হাওরে মাছ ধরা অবস্থায় প্রতি নিয়ত ভয়ের মধ্যে কাজ করতে হয়। একটু জোরে বাতাস এলেই নৌকা নিয়ে তীরে আসতে হয়। প্রতি নিয়ত এক প্রকার সংগ্রাম করেই প্রতিদিন হাওরে মাছ ধরতে যেতে হচ্ছে। অসহায় হতদরিদ্র তাবেদুর মিয়ার আকুতি একটি নৌকার ব্যবস্থা করে দিলে অন্ততপক্ষে বর্ষা মৌসুমে হাওরে মাছ ধরে পরিবার পরিজন নিয়ে চলতে পারতাম। প্রশাসনসহ সমাজের বিত্তবান কেউ যদি তাকে একটি নৌকা প্রদান করেন তাহলে কিছুটা হলেও তার পরিবারের কষ্ট লাগব হবে। নৌকা দিয়ে হাওর থেকে মাছ ধরে পরিবার নিয়ে বেঁচে থাকার একটি অবলম্ভন হবে। এদিকে অসহায় দিনমজুর তাবেদুর রহমান বেঁেচ থাকার অবলম্ভন একটি নৌকা হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। এই মহৎ কাজটি করায় ইউএনওকে ধন্যবাদ জানান তাবেদুর।