Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে বিজিবি-বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক ৩ বাংলাদেশীকে হত্যার ঘটনায় দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ গতকাল বিজিবি বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান বাংলোতে শ্রীমঙ্গল সেক্টরের ব্যবস্থাপনায় বাংলাদেশ ভারত সেক্টর কমান্ডার পর্যায়ে এ পাতাকা বৈঠকে বাল্লা সীমান্তে ভারতীয় গ্রামবাসীর হাতে ৩ বাংলাদেশীকে হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক তারিকুল ইসলাম খান এবং ভারতের পক্ষে তেলিয়ামুড়া বিএসএফ ডিআইজি শ্রী রাজীব সিনহা নেতৃত্ব দেন। বৈঠকে দু’দেশের সীমন্তে বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে আলোচনা হয়। বিজিবির পক্ষ থেকে বিএসএফকে গত ৬ এপ্রিল চুনারুঘাট সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তবর্তী ৩ জন বাংলাদেশিকে হত্যার বিষয়ে কড়া প্রতিবাদ জানানো হয়। জবাবে বিএসএফ জানায়, উক্ত হত্যার বিষয়ে ভারতীয় পুলিশ অনুসন্ধান করছে। এছাড়া ভারতীয় কর্তৃপক্ষকে সীমান্তে ফেন্সিডিল, গাজা এবং নেশা জাতীয় অন্যান্য মাদকদ্রব্য বাংলাদেশে পাচার রোধে সুনির্দিষ্ট ও সুষ্ঠু ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়। সীমান্ত অঞ্চলে ফেন্সিডিলের কারখানা নিয়ন্ত্রনে বিএসএফ যাতে কার্যকরী ভূমিকা নেয় সে বিষয়ে দাবি জানানো হয়। প্রায় সাড়ে ৩ ঘন্টা পতাকা বৈঠকে উভয় দেশের মধ্যে বন্ধুত্ব পূর্ন সম্পর্ক ও সৌহার্দপূর্ন পরিবেশ এবং সীমন্তে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষে সীমান্ত সংক্রান্ত বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান ও উভয় দেশের সীমান্তে বসবাসকারী নাগরিকদের অধিকার রক্ষার নিমিত্তে বিওপি পর্যায়ে ঘন ঘন পতাকা বৈঠকে মিলিত হতে উভয় দেশ একমত পোষন করেন। উক্ত পতাকা বৈঠকে অন্যান্যদের মধ্যে শ্রীমঙ্গল সেক্টরের ১৪ বিজিবি পরিচালক চৌধুরী সাইফ উদ্দিন কাউছার, ৫৫ বিজিবির পরিচালক কাজী আরমান হোসেন, অতিরিক্ত পরিচালক মোঃ শাহেদ মেহেদি, স্টাফ অফিসার মোঃ হাবিবুর রহমান, এমডি আকরাম হোসেন এবং বিএসএফ টু আইসি এসএইচ বিরেন্দ্র ভাইপাই, টুআইসি এসএইচ নিরাজ শর্মা, টু আইসি এসএইচ এসএস ঠাকুর, ডিসি স্টাফ অফিসার এসএইচ রাজেন্দ্র সিংহ, ডিসি স্টাফ অফিসার এসএইচ আর এন দাশ প্রমুখ উপস্থিত ছিলেন। সকাল ১১টার দিকে বিএসএফ’র প্রতিনিধি দল বৈঠকস্থলে এসে পৌছুলে বিজিবির পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে তাদের শুভেচ্ছা জানানো হয়। জবাবে বিএসএফ বিভিন্ন ফল ও মিষ্টি উপহার দেন।