Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বর্তমান সরকার দেশের নারী জাগরণে নিরলসভাবে কাজ করছে-এমপি কেয়া

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, দারিদ্রতা নিরসন ও নারী শিক্ষার উন্নয়নে বহুমুখী পদক্ষেপ নেয়া হয়েছে। বর্তমান সরকার দেশের নারী জাগরণে নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, শিক্ষার উন্নয়নে শ্রেণী কক্ষের পরিচ্ছন্নতা এবং শিক্ষক ও শিক্ষার্থীদের পরস্পর সহমর্মিতা প্রয়োজন। উন্নত জীবন ব্যবস্থায় শিক্ষার বিকল্প নেই। দরিদ্র শিক্ষার্থীদের মূল স্রোতে নিয়ে আসার জন্য উপবৃত্তি চালু হয়েছে। ডিজিটাল উন্নয়নের রূপকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহবান জানান তিনি। গতকাল বিকেলে উপজেলার দিনারপুর কলেজে বরাদ্দকৃত প্রকল্প কাজের উদ্বোধন ও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজনের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ডাঃ আবদুল হাই চৌধুরী। বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লুৎফর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সচিব ইমদাদুর রহমান মুকুল, উপজেলা জাপার আহবায়ক শাহ আবুল খয়ের, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল মুহিত চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইলিয়াছ মিয়া প্রমূখ। আলোচনা সভা শেষে কলেজ উন্নয়নে বরাদ্দ দেয়া কাবিটা প্রকল্পের মাটি ভরাট কাজের উদ্বোধন করা হয়। এছাড়াও মহাসড়কের নিকটবর্তী দিনারপুর পরগণার ঐতিহ্যবাহি ওই কলেজের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়া হয়। অনুষ্ঠান শেষে কলেজের তরফ থেকে এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এবং বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লুৎফর রহমানকে সম্মাননা ক্রেষ্ট দেয়া হয়।