Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে হামলায় আহত বৃদ্ধকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ মামলা তুলে নেয়ার হুমকি

স্টাফ রিপোর্টার ॥ সন্ত্রাসী হামলায় আহত মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের চানখা গ্রামের ৭০ বছরের বৃদ্ধ কৃষক প্রিয়লালকে ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতাল থেকে রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। এদিকে এ ঘটনায় দায়েরকৃত মামলার ৭ আসামী জামিনে মুক্তি পেয়ে বাদী পক্ষকে মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে। এ ঘটনায় প্রিয়লাল কর্মকারের পরিবার ভীত সন্ত্রস্থ হয়ে পড়েছেন।
মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৬ মে মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের চানখা গ্রামের গোপীমোহন রায়ের পুত্র অজিত রায় ও তার ৮/১০ জন সহযোগী একই এলাকার কৃষক প্রিয়লাল কর্মকারের পাকা ধান কেটে নিতে আসে। এ সময় বৃদ্ধ প্রিয়লাল কর্মকার দুর্বৃত্তদের বাধা দিলে সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। হামলাকারীদের হাত থেকে পিতাকে বাঁচাতে এগিয়ে এলে ৩ পুত্র কানাই, নিতাই এবং বলাইও হামলার শিকার হন। লাঠিয়াল বাহিনী ৪ জনকে রক্তাক্ত আহত করে প্রায় ৬০ হাজার টাকা পাকা ধান কেটে নিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মাধবপুর হাসপাতালে ও পরে ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় বৃদ্ধ প্রিয়লাল কর্মকারের পুত্র কানাই কর্মকার বাদী হয়ে ১০জনকে আসামী করে মাধবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন (মামলা নং-২২)।
এ ব্যাপারে প্রিয়লাল কর্মকারের শ্যালক জয়ন্ত জানান, প্রিয়লাল কর্মকারকে ব্রাহ্মনবাড়িয়া থেকে আশংকাজনক অবস্থায় রাজধানীর আয়েশা মেমোরিয়ালে ভর্তি করা হয়েছে। তার মাথায় ৭০টি সেলাই লেগেছে। এদিকে গত সোমবার হবিগঞ্জের আদালত থেকে মামলার আসামী রামু রায়, টিটু রায়, বাবলু রায়, পিংকু রায়, বিনয় রায়সহ ৭ আসামী জামিন পায়। তারা জামিনে ছাড়া পাওয়ার পরই আবারও হামলার হুমকি দিচ্ছে। তাছাড়া মামলা তুলে না নিলে আরও বড় ধরনের ক্ষতি করারও ঘোষণা দেয় অজিত রায়ের লোকজন।