Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

৪৭৩ জন মহিলার মধ্যে আর্ত সামাজিক তহবিলের ২০ লাখ টাকা বিতরণ করলেন-মেয়র গউছ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র হ্রাসকরন প্রকল্পের আওতায় আর্ত-সামাজিক তহবিলের ২০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। ৪৭৩ জন মহিলার মধ্যে মেয়র আলহাজ্ব জি কে গউছ এই চেক বিতরণ করেন। গতকাল দুপুরে স্থানীয় কিবরিয়া পৌর মিলনায়তনে সিডিসি কাষ্টার ও সিডিসি ফেডারেশন এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন মেয়র আলহাজ্ব জি কে গউছ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র জি কে গউছ বলেন- সিডিসি ফেডারেশন দরিদ্র জনগোষ্টির উন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। এ জন্য তিনি পৌরসভা পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন- হবিগঞ্জ পৌরবাসীর উন্নয়নের স্বার্থে প্রকল্পের সেবাগুলো আরো বেশী জনগোষ্টির মধ্যে যাতে নিশ্চিত করা যায় সে ব্যাপারে সর্বাত্মক চেষ্টা চালানো হবে। পাশাপাশি দারিদ্র ছাত্রছাত্রীরা যাতে লেখাপড়া চালিয়ে যেতে পারে সে দিকেও আমাদের সজাগ দৃষ্টি থাকতে হবে। দরিদ্র মানুষের উন্নয়নের স্বার্থে প্রকল্পের অনুদানের টাকা সঠিকভাবে ব্যবহার করতে হবে। সভায় থোক অনুদান, কৃষি থোক অনুদান ও শিক্ষানবীস কার্যক্রমের সহায়তায় ৪৭৩ জন মহিলার মধ্যে ২০ লাখ ৫১ হাজার ৮শ টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাউন ম্যানেজার মোঃ শফিউল্লাহ, ফেডারেশন সভাপতি মোঃ আরব আলী, প্যানেল মেয়র পিয়ারা বেগম। উপস্থিত ছিলেন- মহিলা কাউন্সিলর সৈয়দা লাভলি সুলতানা, সালমা আক্তার চৌধুরী, কাউন্সিলর শেখ নুর হোসেন, গৌতম কুমার ও জুনায়েদ মিয়া, কাস্টার সভাপতি হাজী নানু মিয়া প্রমুখ।