Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জের প্রবীণ আইনজীবী আলহাজ্ব এম এ মতিন খান আর নেই ॥ সোমবার সোয়া ২টায় জজ কোর্ট প্রাঙ্গন, বাদ আছর ধুলিয়াখাল তেমুনিয়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা নামাজ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের প্রবীণ আইনজীবী, সাবেক পি পি, রোটারিয়ান আলহাজ্ব এম এ মতিন খান ইন্তেকাল করেছেন। ২৮ জুন দুপুর ১-৪০ ঘটিকায় ঢাকাস্থ বাংলাদেশ স্পেসিয়ালিসেড হসপিটালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭২ বছর। ২৯ জুন সোমবার দুপুরে মরহুম এম এ মতিন খানের মৃতদেহ হবিগঞ্জ নিয়ে আসা হবে। মরহুমের নামাজে জানাযা সোমবার দুপুর ২.১৫ ঘটিকায় জজ কোর্ট প্রাঙ্গন এবং বাদ আছর ধুলিয়াখাল তেমুনিয়া জামে মসজিদ প্রাঙ্গণ। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
হবিগঞ্জের কিংবদন্তী আলহাজ্ব এম এ মতিন খান এর মৃত্যুর সংবাদে আমরা বাকরুদ্ধ। শোকাহত মানুষ, পরিবার- পরিজন, আত্মীয়-স্বজন, এলাকাবাসী এবং সমগ্র জেলাসহ দেশ-বিদেশে শোকের ছায়া নেমে আসে।
জেলার এক প্রথিতযশা বিজ্ঞ আইনজীবি, জেলা জজ আদালতের ১ম পিপি, সুনামধন্য সামাজিক ন্যায় বিচারক, হবিগঞ্জ ‘ল’ কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসাবে ইতিহাসের পাতায় চিরঞ্জীব হয়ে থাকবেন তিনি। জেলা বারের সাবেক সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সফল সাবেক সাধারন সম্পাদক, রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট, সৎ ও ধর্মীয় চিন্তা-চেতনায় সমৃদ্ধ মতিন খান ইসলামী সংগ্রাম পরিষদের প্রাণপুরুষ হিসাবে কাজ করেছেন। তা’ছাড়া সামাজিক, সাংস্কৃতিক, ধর্মী আচার-অনুষ্টানসহ বিভিন্ন মানবতার কাজে উনার পদচারনা ছিল। অন্যায়-অনিয়ম- অবিচারের বিরুদ্ধে আমৃত্যু সংগ্রাম করে গেছেন এম এ মতিন খান। আলহাজ্ব এম এ মতিন খানের মৃত্যুতে হবিগঞ্জবাসীর অপূরনীয় ক্ষতি হয়েছে।