Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় টাউন মডেল বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি হাসিনা বেগম। সভায় বক্তব্য রাখেন দিপ্তেন্দু নারায়ণ রায়, জালাল উদ্দিন, মতিউর রহমান, হারুনুর রশিদ মহালদার, গোলাম রাব্বানী, মোঃ এনামুল হক, জসীম উদ্দিন চৌধুরী, শাহ মুশাহিদ আলী, ফখরুল ইসলাম বদরুল, ফখর উদ্দিন চৌধুরী, দুলালী রায়, কামরুন্নাহার, মনোয়ারা বেগম, সুপ্তা দেব, সৈয়দা জারসীন, মমতাজ বেগম, রুহুল আমীন আখঞ্জী, আবুল কাশেম, মোঃ আবু তাহের, আকবর আলী প্রমূখ। নেতৃবৃন্দ বক্তব্যে বলেন-বিগত ২৩/০৩/২০১৪ইং তারিখের সমিতির কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচি অনুযায়ী সহকারী শিক্ষকদের পদোন্নতির দাবীতে ১০ই এপ্রিল ২০১৪ইং তারিখে ডিজি অফিস ঘেরাও কর্মসূচি দেয়া হলে মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ৮ই এপ্রিল ২০১৪ইং তারিখে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বৈঠকে বসেন। জুন ২০১৪ এর মধ্যে যে কোন মূল্যে পদোন্নতির মামলাটি প্রত্যাহারের শর্তে শিক্ষকদের কর্মসূচি স্থগিতের জন্য অনুরোধ জানালে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তা মেনে নেন। এরই প্রেক্ষিতে মামলা প্রত্যাহার হয়ে গত ১৪/০৫/২০১৪ইং তারিখে সহকারী শিক্ষক হতে প্রধান শিক্ষক পদে পদোন্নতির আদেশ প্রদান করায় বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানানো হয়।