Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরের সম্পদপুর গ্রামের মসজিদে যাতায়াতের রাস্তার সমস্যা সালিশ-বৈঠকে নিষ্পত্তি

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার সম্পদপুর গ্রামের মসজিদে যাতায়াতের রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়ে সফল হয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান। জানা যায়, মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের সম্পদপুর গ্রামের একটি বিশাল আকার পুকুরের পুকুরপাড় না থাকায় মসজিদে যাতায়াত ব্যাহত হচ্ছিল শতাধিক পরিবারের লোকজনের। এ নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজমান ছিল এবং যে কোনো সময় সংঘর্ষে রূপ নিতে পারে জেনে স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্পদপুর গ্রামের মৃত করিম হোসেনের ছেলে আব্দুল্লাহ গংদের গ্রামের মধ্যে বিশাল একটি পুকুর রয়েছে। পুকুরের পূর্বপাড়ে গ্রামের সামাজিক মসজিদ বিদ্যমান। পশ্চিম দক্ষিণ পাড়ার লোকজন পুকুরের দক্ষিণ পাড় হয়ে মসজিদে যাতায়াত করতেন। কালের বিবর্তনে পুকুরের পার ভেঙ্গে মসজিদে যাতায়াতের রাস্তাটি পুকুরে বিলীন হয়ে যায়। ফলে স্বাচ্ছন্দে মসজিদে যাতায়াতে বিঘ্ন হয় শতাধিক পরিবারের লোকজনের।
এর সূত্র ধরে দুইটি পক্ষের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিরোধ সৃষ্টি হয়ে সম্পদপুর গ্রামের সায়েব আলীর ছেলে ছায়েদ আলী মাধবপুর থানায় প্রতিপক্ষের আব্দুল্লাহ, অহীদ হোসেন, এমদাদ উল্লাহ, ফরুক মিয়াসহ ১০ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে আরো জানা যায়, প্রতিপক্ষের ফরুক মিয়া গংরা ছায়েদ আলীদের চলাচলের রাস্তায় বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি বিভিন্ন মাধ্যমে স্থানীয় চেয়ারম্যান ফারুক পাঠান অবগত হন এবং গ্রাম্য সালিশ বৈঠকে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করেন। সে মোতাবেক শুক্রবার ১২ জুন বিকালে স্থানীয় চেয়ারম্যান ফারুক পাটানে’র সভাপতিত্বে সম্পদ পুর গ্রামে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত আসে পুকুরের মালিক মৃত করিম হোসেন এর ছেলে আব্দুল্লাহ গংরা নিজ খরচে কুকুরে প্রয়োজনীয় গাইডওয়াল নির্মাণ করে ৬ ফুট রাস্তা সংস্কার করে দিবেন এবং ছয় ফিট রাস্তার মধ্যে রাস্তা ব্যবহারকারীদের কোন স্থাপনা বিদ্যমান থাকলে তা নিজ উদ্যোগে সরিয়ে নেবেন। সালিশ বৈঠকের এ সিদ্ধান্তে উভয়পক্ষ সন্তুষ্টি প্রকাশ করেন। সালিশ বৈঠকে স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন, কামাল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উভয় পক্ষের লোকজন উপস্থিত ছিলেন।