Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হাওরে অবাধে চলছে মাছের পোনা নিধন

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জের হাওর এলাকা গুলোতে দেশীয় প্রজাতীর মাছের পোনা নিধন চলছে অবাধে। এর ফলে এবার হাওরে দেশীয় মাছের আকাল দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে সচেতন নাগরিকরা। একদিকে মৎস্য বিভাগ কিছু দিন পর পর দেশীয় মাছের পোনা সংগ্রহ করে হাওরে অবমুক্ত করছে। অন্য দিকে, কিছু অসাধু ব্যাক্তির মাছের পোনা ধরার বিভিন্ন উপকরণ দিয়ে এই পোনা অবৈধভাবে ধরছে। কিন্তু পুলিশ এবং ম্যাজিস্ট্রেট না থাকায় নিতে পারছেন না কোনো শাস্তিমূলক ব্যবস্থা।
হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শাহজাদা খসরু জানান, এবছর বৃষ্টি ও পানি আসার বিলম্বের কারণে দেশীয় মাছের প্রজননে বিলম্ব হয়েছে। তবে এতে বোরো ধানের জন্য ভালো হয়েছে। কিন্তু গত এক সপ্তাহ যাবৎ হাওর এলাকায় বৃষ্টি ও ছড়ার পানি বৃদ্ধি পাওয়ায় দেশীয় মাছ পুটি, টাকি, শোল, গজার, গুতুম ও কৈসহ বিভিন্ন মাছের ডিম থেকে পোনা বের হয়েছে। কিন্তু হাওর এলাকার কিছু অসাধু ব্যবসায়ীরা এলাকায় দিনের দিন-দুপুরে দল বেধে পোনা সংগ্রহে সরকারী এক ধরনের জাল ও বিভিন্ন ধরণের মাছ দিয়ে পোনা সংগ্রহ করছে। এতে করে হাওর এলাকায় মাছের সংকট দেখা দিতে পারে। বিশেষ করে করোনা পরিস্থিতির কারণে দেশে মাছের অভাব পূরণ করতে হলে এই পোনা নিধন বন্ধ রাখতে হবে। মৎস্য বিভাগের লোকবল কম থাকায় বিশাল হাওরে পোনা মাছ শিকার বন্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। লোকজন পাতিল রেখে দৌড়ে পালিয়ে যাচ্ছে।
বানিয়াচঙ্গ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, তিনি সোমবার সারা দিন উপজেলার শতক, কাগাপাশা ও আমন হাওরে অভিযান পরিচালনা করে অন্তত ৫০ কেজি পোনা জব্দ করেছেন। সেখানে কম করেও ৫০ লাখ পোনা হবে। বেশ কিছু জালও জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয় নি। পরে হাওরে জব্দকৃত পোনা অবমুক্ত করা হয়েছে। প্রতিদিনই তিনি এভাবে পোনা জব্দ করে হাওরে অবমুক্ত করছেন।
হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, যারা দেশীয় মাছের পোনা শিকার করবে তাদের বিরুদ্ধে খুব শীঘ্রই আইনানুগ ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।