Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে ৩সন্তানের জননীকে আগুন পুড়িয়ে হত্যার অভিযোগ ॥ স্বামী আটক

আজিজুল ইসলাম সজীব ॥ মাধবপুর উপজেলায় আগুনে পুড়ে মাছুমা আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। কেরোসিন অথবা পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের। নিহতের স্বামী আল আমিনকে (৩৫) আটক করেছে পুলিশ।
রোববার (৭ জুন) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাছুমা। মৃত্যুর খবরটি জানতে পেরে রাতেই আল আমিনকে আটক করেছে পুলিশ। আটককৃত আসামী, মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের বুরহানপুর গ্রামের জমসেদ মিয়ার পুত্র ।
নিহত মাছুমা ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলার বালিউড়া গ্রামের আব্দুল হাকিমের কন্যা। প্রায় ৮ বছর পূর্বে আল আমিনের সঙ্গে তার বিয়ে হয়। নিহত মাসুমা ৩ সন্তানের জননী। কিছুদিন পূর্বে আল-আমিন দ্বিতীয় বিয়ে করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ২ বিয়ে নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। গত শনিবার স্বামীর বাড়ি থেকে অগ্নিদগ্ধ অবস্থায় মাছুমাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিংসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রণয়ন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যু হয়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত মাছুমা তার বাবার বাড়ির লোকজনকে জানিয়েছে তাকে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে হত্যা করার চেষ্টা করছে। নিহতের বাবা পুলিশকে অবহিত ও করেছিলেন এ কথা। অন্যদিকে স্বামীর বাড়ির লোকজন জানিয়েছেন, রান্না করার সময় আগুন লেগে মারা গেছেন মাছুমা।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ জানান, আটককৃত আসামী আল আমিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে। প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ করে যাচ্ছে পুলিশ।