Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে বেওয়ারিশ কুকুরের উৎপাতে অতিষ্ঠ জনসাধারণ

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বেওয়ারিশ কুকুরের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন জনসাধারণ।
জানা যায়, চুনারুঘাট পৌরশহরসহ উপজেলার বিভিন্ন স্থানে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়েই চলছে। পৌরশহরে এসব কুকুরের যন্ত্রণায় হাঁটাচলা করতে হচ্ছে ভয়ে -ভয়ে । রাত পৌহালেই কুকুরের দলেরা দল বেধে পৌরশহরে আসে। বাসা -বাড়ির সামনে ঘেউ – ঘেউ শুরু করে। ঘেউ – ঘেউয়ের কারণে ঘুমাতেও পারেননা অনেকেই। বাড়ির উঠানে বড়- বড় গর্তে করে ফেলে। বাড়িয়ে দেয় বাড়ির গৃহিণীদের কাজ। এমনকি গৃহপালিত পশু গরু – ছাগল কামড়ানোসহ হাঁস – মুরগী বাসা বাড়ি থেকে নিয়ে যায় কুকুরের দল। পৌরশহরে বাজার করতে আসা মোঃ আলী হোসেন নামে এক ভদ্র লোক জানান, আমি মুরগীহাটা থেকে ২টা কক্ মুরগী ক্রয় করে জবাই করে পাশে রাখতে না রাখতেই কোথা থেকে একটি কুকুর এসে আমার একটি মুরগী নিয়ে দৌড়ে চলে যায়। তারপর আমি আরেকটি মুরগী ক্রয় করেছি। পৌরশহরে আসা মাজহারুল হক, আফতাব আলী, জামাল মিয়া ও কাজল হোসেন সহ কয়েকজন জানান, চুনারুঘাট পৌরশহরে বেওয়ারিশ কুকুরের উৎপাত ইদানীং বেশি। দল বেধে হাঁটাচলা করে এসব কুকুর। সারাক্ষণ শুধু ঝগড়াঝাটি আর ঘেউ- ঘেউ করে। যে কারণে মানুষ ভয় পায় ছোট বাচ্চারা সহ পৌরশহরে আসা মানুষজন। তবুও ভয়ে ভয়ে হাঁটাচলা করতে হয়।
রাস্তায় হাঁটাচলায়ও ব্যাঘাত ঘটায়। তাই যথা শীগ্রই বেওয়ারিশ কুকুর নিধনে চুনারুঘাট পৌর কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন সচেতন মহল।