Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লক্ষাধিক টাকার মাদকদ্রব্যসহ মাধবপুরের ২ ব্যবসায়ীসহ আটক ৪

আজিজুল ইসলাম সজীব ॥ এই মহামারি করোনাকালেও হবিগঞ্জ জেলা থেকে মাদক পাচার যেন কোন ভাবেই থামছে না। তবে প্রায়ই শেষ রক্ষা হচ্ছে না। বেশ কিছুদিনের ধারাবাহিকতার ন্যায় ফের হবিগঞ্জ থেকে ঢাকায় পাচারকালে ব্রাহ্মণবাড়িয়ায় লক্ষাধিক টাকার মাদকদ্রব্যসহ মাধবপুরে ২ জনসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে ।
শুক্রবার সকালে অভিযানে মাদক পাচারের কাজে ব্যবহৃত ঢাকা (মেট্রো-উ-১২-০৫৬৮) হলুদ রংয়ের কাভার্ড ভ্যানসহ ৫৪ কেজি গাঁজা এবং ২৬৩ বোতল ফেন্সিডিলসহ জব্দ করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হল, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা সদরের মো: মধু মিয়ার পুত্র মোঃ সাজন মিয়া (২২) একই উপজেলার কালিকাপুর গ্রামের বেল্লাল মিয়ার পুত্র মোঃ রিপন (২৩) এবং ঝালকাঠি জেলার বাসিন্দা ফজলে আলীর ছেলে মোঃ রানা (২৪), নাটোর জেলার হাট সিংহার্দ এলাকার মো: দুলাল মিয়ার পুত্র মোঃ মান্না (১৯)।
ভৈরব র‌্যাব-১৪ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সিনিয়ার সহকারী পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার পূর্ব পার্শ্বে ঢাকা-সিলেট মহাসড়কে একটি কাভার্ড ভ্যান গাড়ি আটক করে তল্লাশী চালিয়ে তাদের আটক করেন।
এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২৪,৫০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৫১ লাখ ৭০ হাজার ৫’শ টাকা। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলার আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
র‌্যাব সূত্র জানায়, একটি মাদক কারবারি চক্র নিয়মিত হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কাভার্ড ভ্যানে করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রি করে বলে তাদের কাছে তথ্য রয়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।