Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে মুখে মাস্ক না পড়ায় ৪জনকে জরিমানা

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে জনসমাগম ও সামাজিক দূরত্ব মেনে চলতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরার জন্য সরকারের নিদের্শনা অমান্য করে মুখে মাস্ক না পড়ায় দুই পথচারী ও দুই ব্যবসায়ীকে ৪ হাজার ৭’শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলা সদরে দাউদনগর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার। মুখে মাস্ক না পরে রাস্তায় চলাফেরা করায় পথচারী রুনা আক্তারকে দুইশত টাকা, বায়জিদ মিয়াকে পাঁচশত টাকা ও আল মদিনা হোটেল রেষ্টুরেন্টের মুন্নাকে ২ হাজার, ব্যবসায়ী নয়ন মিয়াকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি আদেশ অমান্য করে মাস্ক না পড়ে বাইরে ঘোরাফেরা করায় দুইজন ও দুই ব্যবসায়ীকে একই অপরাধে জরিমানা করা হয়। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।