Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ভারতীয় নাগরিকদের হাতে নিহত বাংলাদেশীর লাশ ৬ দিন পর বিজিবির কাছে হস্তান্তর

মাধবপুর প্রতিনিধি ॥ ভারতীয় নাগরিকদের হাতে নিহত বাংলাদেশি নাগরিক লোকমান হোসেন (৩২) এর লাশ ৬ দিন পর বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় লাশ হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ মে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের মোহন এলাকায় তার ফুফুর বাড়ি যাচ্ছিলেন তিনি হবিগঞ্জর বাসিন্দা লোকমান হোসেন। ভারতের ত্রিপুরা রাজ্যের গোপালনগর পৌঁছাতেই এক দল ভারতীয় নাগরিক লোকমান হোসেনকে গরুচোর আখ্যা দিয়ে নির্মমভাবে পিটিয়ে একটি জঙ্গলে ফেলে চলে যায়। খবর পেয়ে ত্রিপুরা রাজ্যের সিধাই থানা পুলিশ মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা লোকমানকে মৃত ঘোষনা করেন। নিহত লোকমান জেলার মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে। লোকমানের লাশ ফিরিয়ে আনতে বুধবার বিকেলে বাংলাদেশের সীমান্তবর্তী মোহনপুরের বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের পক্ষে বিএসএফ এর ১২০ ব্যাটালিয়নের মোহনপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর শশি কান্ত ও বাংলাদেশের পক্ষে নেত্বত্ব দেন ৫৫ বিজিবির ধর্মঘর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন। তবে বিজিবি ময়না তদন্ত রিপোর্ট ছাড়া লাশ হাস্তান্তরে অনীহা প্রকাশ করলে কোন সমাধান ছাড়াই বৈঠক সমাপ্ত হয়। এর পর শুক্রবার সন্ধ্যায় আবারো পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ভারতীয় পুলিশ ময়না তদন্ত রিপোর্টসহকারে বিজিবির উপস্থিতে কাশিমনগর পুলিশের নিকট নিকট লাশ হস্তান্তর করেন। বিজিবির ৫৫ ব্যাটালিয়ানের সহকারী পরিচালক নাসির উদ্দিন লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।