Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ধান সংগ্রহে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না- এমপি মজিদ খান

মখলিছ মিয়া ॥ বানিয়াচং উপজেলায় চলতি বছর সরকারীভাবে বোরো ধান ক্রয় করা হবে ৪ হাজার ৭১৬ টন ধান। ইতিমধ্যে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে প্রস্তুতকৃত ১৬ হাজার ১৬০জন কৃষকের মধ্য থেকে লটারীর মাধ্যমে ২হাজার ৫৬জন কৃষক নির্বাচিত করা হয়েছে। ১২ মে মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে কাগাপাশা ইউনিয়নের কৃষক দিপন দাশ এর নিকট থেকে বোরো ধান ক্রয়ের মাধ্যমে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন আলহাজ¦ এডভোকেট আব্দুল মজিদ খান এমপি। এসময় তিনি বলেন, শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। কৃষক যেন কোন প্রকার হয়রানী ছাড়া তাদের ধান সরকারী গুদামে দিতে পারে, সে ব্যবস্থাও আমরা করেছি। ধান সংগ্রহে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না। কৃষি ও কৃষককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষিখাতে নানাবিধ প্রনোদনার মাধ্যমে কৃষককে সহযোগিতা করা হচ্ছে। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার, ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, কৃষি অফিসার মোহাম্মদ দুলাল উদ্দিন, খাদ্য কর্মকর্তা মোঃ খবির উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ, ইউপি চেয়ারম্যান মোঃ এরশাদ আলী, মানবজমিন ও চ্যানেল এস প্রতিনিধি সাংবাদিক মখলিছ মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি মামুন খান, সাধারণ সম্পাদক সাইম হাসান পুলক।
উল্লেখ্য, এ বছর সরকারীভাবে উপজেলার ১৫টি ইউনিয়নের ২ হাজার ৫৬জন কৃষকদের কাছ থেকে ৪ হাজার ৭১৬ টন ধান ক্রয় করা হবে। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত কৃষক খাদ্য গুদামে ধান দিতে পারবে।