Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংকে দু’টি উপজেলা ও একটি পৌরসভা গঠনের দাবী

বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার ১৫টি ইউনিয়নের বানিয়াচং উপজেলাকে ভেঙ্গে আরো ২টি নতুন উপজেলা ও ১টি পৌরসভা গঠনসহ আঞ্চলিক মহাসড়ক এবং ইউনিয়ন সংযোগ সড়ক নির্মানের জনদাবীর প্রতি সরকারকে উদ্যোগ গ্রহণের দাবী জানানো হয়েছে। বানিয়াচং উপজেলাবাসীর এ যৌক্তিক দাবীর বিষয়ে কৌশলপত্র তৈরীর লক্ষে আগামী ২৪ মে শনিবার সন্ধ্যায় কালীবাড়ি রোডের হবিগঞ্জ রিজেন্সীর আন্ডার গ্রাউন্ডে হবিগঞ্জস্থ বানিয়াচং উপজেলা সমিতির অস্থায়ী কার্যালয়ে এক সভা আহ্বান করা হয়েছে। গতকাল বিকেলে বানিয়াচং সমিতির স্বত:স্ফুর্ত এক সভায় সভাপতিত্ব করেন সাবেক বিভাগীয় কমিশনার মোঃ ফজলুর রহমান। হবিগঞ্জ বাণিজ্যিক এলাকার উত্তরা কমপ্লেক্স এর এমডি ও ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এডভোকেট মুনজুর উদ্দিন আহমেদ শাহিন, সৈয়দ তোফয়েল আলম, আব্দুল জলিল চৌধুরী, সাবেক চেয়ারম্যান ইউনূছ আলী তালুকদার, মোঃ ফুল মিয়া, এডভোকেট এনামুল হক মোসাহিদ, এডভোকেট মিজানুর রহমান, টিপু চৌধুরী, তাপস কুমার চৌধুরী, মোতকাব্বির খান, মোঃ নাজমুল হক, আব্দুল হামিদ চৌধুরী, সৈয়দ দেলোয়ার হোসেন, শেখ মোঃ ছাদিক, এম. মোরশেদুল আলম, শাহ আলম চৌধুরী মিন্টু প্রমূখ। বক্তাগণ দাবী করে বলেন ১৫ ইউনিয়নের উপজেলা আর ৫টি ইউনিয়নের উপজেলার সার্বিক উন্নয়নে সমবরাদ্দের কারণে বানিয়াচং উপজেলা পিছিয়ে পড়ছে। তাই বানিয়াচং উপজেলাবাসীর দাবী জনস্বার্থে “বানিয়াচং দক্ষিণ পশ্চিম উপজেলা” ও “বানিয়াচং পূর্ব উত্তর উপজেলা” নামে এবং সদর ৪টি ইউনিয়নকে রক্ষা করে একাংশকে বানিয়াচং টাউন ঘোষনা করে পৌরসভা গঠনের দাবী জানান। সভায় বক্তারা বানিয়াচং-শাল্লা আঞ্চলিক মহাসড়ক, বানিয়াচং-নবিগঞ্জ সড়ক, ইকরাম-কুমড়ী সড়ক, বানিয়াচং-কাদিরগঞ্জ সড়ক, আতুকুড়া-নাগুড়া রাস্তা, ইমামবাড়ি-বানিয়াচং সড়ক নির্মান তরান্বিত করার দাবী জানান। বক্তারা আগামী ২৪ মে শনিবার সন্ধ্যায় আহূত হবিগঞ্জস্থ বানিয়াচং সমিতির অস্থায়ী কার্যালয়ের সভায় উপস্থিত থাকার জন্য আহব্বান করেছেন।