Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে হবিগঞ্জ এসোসিয়েশন অফ টরন্টো কানাডা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে করোনা ভাইরাসের কারণে কর্মহীন, অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে হবিগঞ্জ এসোসিয়েশন অফ টরেন্টো কানাডা।
শুক্রবার (১ মে) রাতে হবিগঞ্জ এসোসিয়েশন অফ টরন্টো কানাডার অর্থায়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সহ সভাপতি আমজাদ বখস চৌধুরী আজাদ এর উপস্থিতিতে ও কাউন্সিলর শেখ উম্মেদ আলী শামীম এর তত্বাবধানে বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫০০ গ্রাম খাজুর, ১ কেজি ময়দা, ৫০০ গ্রাম চিনি, ১ লিটার সয়াবিন, ৫০০ গ্রাম চানা।
এ সময় কাউন্সিলর শেখ উম্মেদ আলী শামীম হবিগঞ্জ এসোসিয়েশন অফ টরন্টো কানাডা এর সকল সদস্য ও সভাপতি নুরুল ইসলাম আজাদকে ধন্যবাদ ও তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জানান, আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছে। আমি আহবান করবো, যাদের সামর্থ আছে তারাই যেন আশেপাশের মানুষের পাশে থাকেন। কারণ বর্তমান এই দুর্যোগ সকলে মিলেই মোকাবেলা করতে হবে।
আমজাদ বখস চৌধুরী বলেন বলেন, বর্তমান করোনা ভাইরাসের কারণে আমাদের দেশের সকলেই নানারকম কষ্টে আছেন। এরমধ্যে খেটে-খাওয়া মানুষ সবদিক দিয়ে কষ্টে আছেন। বর্তমান পরিস্থিতিতে তারা কাজও করতে পারছেন না আবারও রমজান মাসে পরিবার পরিজন নিয়ে খেতেও পারছেন না। সেজন্যই আমার পরিবার বিশেষ করে হবিগঞ্জ এসোসিয়েশন অফ টরন্টো কানাডা এর সভাপতি প্রবাসী নুরুল ইসলাম আজাদ সহ সংগঠনের সকল সদস্যদের সহযোগিতায় কিছু মানুষকে সাহায্য করেছি মাত্র। পরিস্থিতির উন্নতি না হলে আমরা আগামীতেও মানুষের পাশে থাকার চেষ্টা করবো।