Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ বাজারে পর্যাপ্ত পরিমান লেবুর দাম দিগুণ

মোঃ আলমগীর মিয়া নবীগঞ্জ থেকেঃ শুরু হয়েছে মাহে রমজান। সারাদিন রোজা রেখে ইফতারের সময় রোজাদাররা তৃষ্ণা মেটাতে বিভিন্ন ধরনের শরবত পান করে থাকেন। রোজাদারের কাছে লেবুর শরবতের চাহিদা বেশি। লেবু এমনিতেই উপকারী। লেবুর মধ্যে আছে ভিটামিন সি, শরীরের জন্য উপকারী।তার মধ্যে আবার করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ডাক্তাররা বেশি করে ভিটামিন যুক্ত খাবার খাওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন। যার কারণে লেবুর চাহিদা বেড়েছে বেশি রোজা ও ভাইরাসের ফলে লেবুর চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে দামও বেড়েছে দ্বিগুণ।ব্যবসায়ীরা এক হালি লেবুর দাম ৪০ থেকে ৫০ টাকা ক্রেতাদের কাছ থেকে নিচ্ছেন। যা অন্য সময় ১০ থেকে ১৫ টাকা বিক্রি করতে দেখা যেত।ছবিগুলো নবীগঞ্জ বর্তমান সবজি বাজার থেকে তোলা।লেবু ব্যবসায়ীরা বলেন,করোনা ভাইরাসের জন্য পরিবহণ বন্ধ এর জন্য তারা লেবু বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে।