Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ এসএসসি পরীক্ষায় আশানুরূপ এ প্লাস নেই ॥ চমক দেখিয়েছে নাদামপুর উচ্চ বিদ্যালয়

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ে চলতি বছরের এস এসসি পরীক্ষায় ১ হাজার ৯শত ৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৬ শত ৯০ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮৫.১৭%। এ প্লাস পেয়েছে মাত্র ৪১ জন। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৬ টি মাদ্রাসায় এ বছর মাত্র ৫শত ৪১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪ শত ৮১ জন। এ প্লাস পেয়েছে ৩৬ জন। পসের হার ৮৮.৯১%। নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায় গত বছরের চেয়ে এ বছরের ফলাফল আশানুরূপ হয় নি। এছাড়া এ প্লাসও কম পেয়েছে। অনেক ছাত্রছাত্রীরাই এ প্লাস না পাওয়ায় তাদের অবিভাবকদেরকে বিষন্ন দেখা গেছে। উল্লেখ্য নবীগঞ্জ শহরে অবস্থিত নবীগঞ্জ জে,কে মডেল উচ্চ বিদ্যালয় থেকে ২ জন শিক্ষার্র্থী রেজিষ্টেশন করেও হোমল্যান্ড আইডিয়াল স্কুল থেকে পরীক্ষা দিয়ে এ প্লাস পেয়েছে। হিরা মিয়া গার্লস হাইস্কুল থেকে ২টি এ প্লাস পেয়েছে। তাছাড়া শহরের বাইরে রাজরানী সুভাষিনী বালিকা বিদ্যালয় থেকে ৬২ জন অংশগ্রহন করে পাস করেছে ৫৩জন। পাশের হার ৮৫ দশমিক ৪৮ শতাংশ। আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় থেকে ১৬২ জন অংশগ্রহন করে একটি এ+ সহ পাশ করেছে ১৪৪জন। পাশের হার ৮৮ দশমিক ৮৮ শতাংশ। সৈয়দ আজিজ হাবিব বিদ্যালয় থেকে ৮৫ জন অংশগ্রহন করে পাশ করেছে ৭৮জন পাশের হার ৮৭ দশমিক ০৫ শতাংশ । গুলডুবা উচ্চ বিদ্যালয় থেকে ৬৫ জন অংশগ্রহন করে পাশ করেছে ৫৩ জন। দিনারপুর উচ্চ বিদ্যালয় থেকে ২২৯ জন অংশগ্রহন করে একটি এ প্লাস সহ পাশ করেছে ১৯২ জন। রাগীব রাবেয়া থেকে ১৮৯ জন অংশগ্রহন করে পাশ করেছে ১৬৩ জন। ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ২২৬ জন অংশগ্রহন করে ৭টি এ+ সহ পাশ করেছে ১৯৫ জন। নাদামপুর উচ্চ বিদ্যালয় থেকে ৯৮ জন অংশগ্রহন করে ৯টি এ+ সহ পাশ করেছে ৯৬ জন । বাগাউড়া উচ্চ বিদ্যালয় থেকে ১১০ জন অংশগ্রহন করে ৫টি এ+ সহ পাশ করেছে ১০০ জন । এস এন পি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে ৬৬ জন অংশগ্রহন করে ৪টি এ+ সহ পাশ করেছে ৬১ জন। দীঘলবাক থেকে ৯৫ জনের মধ্যে ৫টি এ+ সহ পাশ করেছে ৭৯ জন । তাজ উদ্দীন কোরেশী উচ্চ বিদ্যালয় থেকে ১০৮ জনের মধ্যে ১টি এ+ সহ পাশ করেছে ৮৯ জন। ফলাফলে উপজেলায় সেরা হয়েছে নাদামপুর উচ্চ বিদ্যালয় এবং মাদ্রাসায় দারুল হিকমা দাখিল মাদ্রাসা।