Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাবার প্রথম মৃত্যুবার্ষিকী আজ ॥ আধাঁর ঘেরা চারপাশ-এসএম সুরুজ আলী

বাবা-মা ছাড়া পৃথিবীটা যে অন্ধকার। যাদের মা, বাবা নেই তারা ছাড়া আর কেউ বুঝতে পারবেন না। আমি মাকে হারিয়েছি ২০০৩ সালে। এ সময় আমার বয়স ১৪ বছর ছিল। আম্মা মারা যাওয়ার সময় আমার ছোট ২ বোনের বয়স ৪/৬ বছর ছিল। তারা এখন বড় হয়ে কলেজে লেখাপড়া করছে। আম্মার মারা যাওয়ার পূর্বে দীর্ঘদিন অসুস্থ্য ছিলেন।
আম্মা মারা যাওয়ার পর আমার বড় বোন, বড় ভাইসহ আত্মীয় স্বজন মিলে আব্বাকে বিয়ে করানোর সিদ্ধান্ত নেন। তবে যাকে আব্বার জন্য বিয়ে আনবেন তিনি আম্মার সম বয়সী হতে হবে। আব্বাকে আবার বিয়ে করাবেন এ বিষয়টি শুরুতে আমি মেনে নিতে পারিনি। সৎ মায়ের সংসার কখনো আমি পচন্দ করতাম না। এক পর্যায়ে সকলে মিলে আমার আম্মার সম বয়সী এক ভদ্র মহিলাকে আব্বাকে বিয়ে করিয়ে নিয়ে আসলেন। যেন আব্বাকে বিয়ে করালেন সে দিন আমি ঘরের মধ্যে থাকেনি। আমার এক ভাইয়ে ঘরে ঘুমানোর চলে রাতভর কেঁদেছি। ওই রাতে আমি যখন ঘরের মধ্যে ঘুমাইনি আব্বা এ বিষয়টি জেনে আমাকে ঘুম থেকে গেজিয়ে খাওয়ানোর চেষ্টা করলেন কিন্তু ওই দিন আর আমাকে খাওয়াতে পারলেন না আব্বা। এ ভাবে আমার কয়েকটি দিন ঘরের বাহিরে কেটে যাওয়ার পর আমার বোনেরা আমাকে বুঝিয়ে বললেন আব্বাতো এখন সুস্থ। আব্বার যদি কোন কিছু হয়ে যায় তাহলে আব্বাকে দেখাশোনা করবে কে। বোনদের কথা শোনে আমি ঘরে আসলাম। দেখলাম আমার বোনেরা উনাকে আম্মা আম্মা ডাকছেন। আমাকে আম্মা ডাকার কথা বললেন। প্রথম উনাকে আমার আম্মা ডাকতে কষ্ট হচ্ছিল। এক পর্যায়ে উনার আচার ব্যবহার ও আমার ছোটদের মায়া করতে দেখে আমি উনাকে আম্মা ডাকতে শুরু করি। আস্তে আস্তে আম্মার প্রতি আমি দুর্বল হয়ে নিজের মা হিসেবে মেনে নেই। আম্মার কাছে আমার ছোট বোন বড় হয়েছে। উনার গর্ভে কোন সন্তান নেই। আম্মাই আমাদেরকে নিজের সন্তানের মতো, স্নেহ ভালবাসা দিয়ে আসছেন। বাহিরের কোন মানুষ কখনও বুঝতে পারবেন উনি যে আমাদের ২য় মা। যাই হোক আব্বা কথা বলছিলাম। আব্বা অতি সাধারণ এক মানুষ ছিলেন। উনার বাবা’র অর্থাৎ আমার দাদার বাড়িটি ছাড়া আর কোন জায়গা-জমি ছিল না। আব্বা জীবনের শুরুতে প্রচুর করেন। ছোটখাটু ব্যবসার সূত্র ধরে তিলে তিলে অনেক জমি-জমার মালিক হন। কিন্তু আমাকে দেখলে কেউ বুঝতে পারতেন না উনার যে জমি-জমা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে কোন ক্রেতাদের টকাতেন না। কারও কাছে দোকানের জিনিস বিক্রি করলে অতিরিক্ত লাভ করতেন না। আর নামাজের যখন সময় হতো তখন আব্বা সাথে সাথে নামাজে যেতেন। ফজরের নামাজে আযান শুরু আগেই আব্বা ঘুম থেকে উঠে যেতেন নামাজ পড়ার জন্য। মসজিদে নামাজ আদায় করার আব্বা আবারও তাবজী পড়তেন। আমরা ভাই বোনকে নামাজ পড়ার জন্য তাগিদ দিতেন। সব আব্বা আমাদের বলতেন, দুনিয়ার সব কিছু এক দিকে আর দিকে নামাজ রোজা। বিশেষ আমাকে বার বার বলতেন নামাজ পড়রে পুত্র। না হলে আমি শান্তি পারো না। আমি যখন সাংবাদিক পেশায় আসি তখন আব্বা আমাকে গালি-গালাজ করতেন। তিনি বলতেন এ পেশায় থাকলে অনেক সময় মিথ্যা কথা লিখতে হয়। তাই তিনি শুরুতে আমার এ পেশাটা পছন্দ করতেন না। আস্তে আস্তে যখন পেশার সাথে জড়িত হয়ে পড়ি, মানুষকে মায়া করেন। এগুলো বিষয় জেনে আব্বা আমাকে আর বাঁধা দেন। বিশেষ করে প্রিয় বড় ভাই ফেরদৌস করিম আখনজীকে ভাতিজা হিসেবে খুবই স্নেহ করতেন। ফেরদৌস ভাইয়ের সাথে এ পেশায় যুক্ত হওয়ার কারণে আব্বা আমাকে কিছু বলতেন না। পরবর্তীতে এটাই বলতেন কারও বিরুদ্ধে যেন মিথ্যা না লেখি। আমিও আব্বা কথাগুলো অনুস্মরণ করে চলতে শুরু করি। আমি সাধারণত প্রতিদিন রাত পত্রিকা অফিসের কাজ শেষে বাড়িতে ফিরি। কোন দিন ২টা, কোন ৩টা, কিংবা ৪টার দিকে বাড়িতে যাই। আমি যখন বাড়িতে ফিরতাম তখন আব্বা ঘুমাতেন। আর ছোট বেলা প্রতিদিন রাতে পড়া শেষে আমরা ভাই/বোন ঘুমাইছি কি না, তা আব্বা দেখবাল করতেন। আমরা ঘুমানোর পর তিনি নিশ্চিত হয়ে ঘুমাতেন। সন্তাদের ভাল খাবার কি ভাবে খাওয়ানো যায় সেদিকে সব সময় আব্বার নজর থাকতো। বিশেষ আমরা যারা গ্রাম অঞ্চলে বসবাস করি গ্রামের অধিকাংশ মানুষই মাছ নিজেরা মেরে বা শিকার করে খান। কিন্তু আমাদের পরিবারের মাছ মারা মত লোক না, থাকায় আব্বা যেখানে মাছ পেতেন সেখান ক্রয় করে বাড়িতে আনতেন। আব্বা’র জীবনে অনেক কষ্ট করেছেন, সবই করেছেন আমাদের জন্য। কিন্তু আমাদেরকে কখনও কষ্ট করতে দেননি। প্রতি বছর যখন রোজা আসতো তখন আব্বা, আমার ৩ ফুফুর বাড়িতে ইফতারী দিতেন। অনেক ফুফাত বোনদের বাড়িতে ইফতারী পাঠাতেন। ঈদ আসলে আমাদের মার্কেট করার জন্য টাকা দিতেন। কিন্তু নিজের জন্য কিছু কিনতেন না। আমরা ভাই, বোন যখন বড় হয়েছি, তখন আব্বাকে জিজ্ঞাস করেছি, আব্বা ঈদের সময় তুমি নতুন কাপড় ক্রয় কর না কেন? আব্বা তখন কিছু বলতেন না। আমরা নতুন পাজামা, পাঞ্জাবী নিলেও আব্বা ঈদ নামাজে আগে সেটা পড়তেন না। এ কারণ জানতে চাইলে আব্বা আমাদের জানিয়েছিলেন আমার দাদাকে আব্বা এক ঈদের সময় নতুন কাপড় কিনে দিতে পারেননি। এ জন্য আব্বা মনে ভিতরে কষ্ট পেয়েছিলেন, তাই তিনি নতুন কাপড় পড়তেন না। আর কোরবাণীর ঈদের সময় আমাদের জবাইকৃত গরু মাংস ৩ ভাগ করে এক ভাগ আমাদের জন্য রাখতেন। বাকি দু’ভাগ আত্মীয় স্বজনসহ গরীব মানুষের মধ্যে বিতরণ করতেন। আব্বার চলাফেরা সব সময় সতত্যার মধ্যে করতেন। এক বছর পূর্বে হঠাৎ করে আব্বা হার্ট এ্যাটাক করেন। এ অবস্থায় আব্বাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্মরত ডাক্তার আব্বাকে সিলেট রেফার করেন। আব্বা সিলেটে চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে উঠেন। একবার আব্বাকে হবিগঞ্জ চাঁদের হাসি হাসপাতালে রক্ত পরীক্ষার জন্য নিয়ে যাই। বিল দেয়ার সময় আব্বা আমার পাশে দাঁড়িয়ে আছেন দেখে আমি আমার সাথে থাকা ভাগ্নেকে বলি আব্বাকে এখান থেকে নেয়ার জন্য। কারণ আব্বা বেশি খরচ করা পচন্দ করতেন না। যদি চিকিৎসা বাবদ বেশি টাকা খরচ হয় তখন আব্বা চিকিৎসা করাবেন না। আমরা আব্বার চিকিৎসা খরচ যদি ১০হাজার টাকা করতাম তখন ও আব্বা জ্ঞিসাস করলে বলতাম ৫হাজার টাকা খরচ হয়েছে। না হলে আব্বা টেনসন করবেন। ওইদিন আমি ১হাজার টাকা একটা নোট বের করে দিয়ে চলি আসি। তখন আব্বা তা দেখে আমাকে বলেন-১হাজার টাকা নোট দিয়েছস। বাকি টাকা ফেরত আনছস না কেন। আমি আব্বাকে বলেছিলাম এই পরীক্ষার বিল ১হাজার টাকাই। এ সময় বলেন-জীবনে কোন এত টাকা চিকিৎসার তলে খরচ করেনি। আমার আর চিকিৎসা দরকার নেই। তোরা আমার সব টাকা পয়সা শেষ করে ফেলবে। এরপর আবার আব্বা স্ট্রোক করেন তখন ডাক্তার সিলেটে রেফার করেন। সিলেটে কিছুদিন চিকিৎসা নেয়ার পর আব্বা সুস্থ হয়ে উঠেন। এরপর বাড়ীতে এসে নিয়মিত চিকিৎসা দিয়ে ডাক্তারের দেয়া ঔষধ সেবন করতেন আব্বা। ঔষধ সেবন করে আব্বা মোটামুটি সুস্থ ছিলেন। এ অবস্থায় গত ১০ এপ্রিল সকালে খাওয়া ধাওয়া শেষ হওয়ার হঠাৎ করে আব্বা ব্রেনস্টোকে আক্রান্ত হন। সাথে সাথেই আমি আব্বাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা শেষ আব্বাকে সিলেটে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সাথে সাথে আমি বাবাকে সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে ১৪ দিন চিকিৎসা নেয়ার পর ২৪ এপ্রিল ভোরে আব্বা আমাদের চেড়ে দুনিয়া থেকে চলে যান (ইন্না…রাজিউন)। আব্বা মারা যাওয়ার খবর শুনে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন শ্রদ্ধেয় বড় বোন সুফলা আপা, দুলা ভাই আব্দুল আউয়াল ও তার বন্ধু। আমরা যখন আব্বাকে হারিয়ে ভেঙ্গে পড়েছিলাম তারা আমাদের শান্তনা দিয়ে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এ্যাম্বুলেন্স দিয়ে আব্বার লাশ আতুকুড়া গ্রামে পাঠান। সেখানে আব্বার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন। ২য় জানাজার নামাজ হবিগঞ্জ সদর উপজেলা গজারিয়াকান্দি গ্রামের মাঠে অনুষ্ঠিত হয়। পরে গজারিয়াকান্দি গ্রামের কবর স্থানে আমার দাদার কবরের পাশে আব্বার দাফন সম্পন্ন করা হয়। চান্দপুর-গজারিয়াকান্দি গ্রামে আমার দাদার বাড়ি হলেও আব্বা জীবনের ৪৫ বছরই তিনি আমাদের নিয়ে আতুকুড়া গ্রামে কাটিয়েছেন। আমরা আমাদের গ্রাম হিসেবে আতুকুড়াকে জানি। কখনও আতুকুড়ার বাহিরে কোন পরিচয় দেইনি। এ গ্রামের প্রত্যেকটি মানুষের সাথে আমাদের নিবির সম্পর্ক। আব্বা সাথে আতুকুড়া গ্রামের ছোট/বড় সকলের সুসম্পর্ক ছিল। আব্বা জীবিত থাকতে আমি কখনও সংসার নিয়ে এতো চিন্তা করেনি। আব্বা মারা যাওয়ার সংসার কি আমি ভাল ভাবেই বুঝতে পেরেছি। আব্বাকে হারিয়ে আমার একটি বছর যেন অন্ধকারে কাটছে। ওই অন্ধকার থেকে কখন বের হয়ে আব্বার কাছে যাবো সেটি ভাবতে পারছি না? সবার কাছে আমার আব্বার জন্য দোয়া কামনা করছি আমার আব্বা ও আম্মাকে যেন মহান আল্লাহ তালা বেহেশত নছিব করেন।