Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চা বাগানে শিক্ষার্থীরা পেল খাদ্রসামগ্রী

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে জাগো ফাউন্ডেশন পরিচালিত স্কুলের শিক্ষার্থী ও অসহায় ৫’শ চা শ্রমিক পরিবার পেল খাদ্য সামগ্রী। মঙ্গলবার চা বাগান ব্যবস্থাপক আবুল কাশেম স্বাস্থ্য বিধি মেনে ঘরে ঘরে পৌছে দেন খাদ্যসামগ্রী। সহকারী বাগান ব্যবস্থাপক মিরন রহমান জানান, জাগো ফাউন্ডেশনের উদ্যোগে সুরমা চা বাগানে একটি মানসম্মত স্কুল পরিচালিত হয়। শিক্ষার্থীদের অধিকাংশ চা শ্রমিক সন্তান। শিক্ষার্থীদের পরিবার দরিদ্র ও অসহায়, করোনার প্রভাবে এসব পরিবার মানবেতর জীবন কাটছে। জাগো ফাউন্ডেশন তাদের পাশে দাড়িয়েছে। চাল, ডাল, আলু সহ খাদ্য সামগ্র বিতরণের উদ্যোগ গ্রহন করা হয়। খাদ্যসামগ্রী পেয়ে শিক্ষার্থীরা খুশি। এদিকে দেশে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই বৃহত্তর এ চা বাগানে করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে চা বাগান কর্তৃপক্ষ নানা প্রদক্ষেপ গ্রহন করে। অন্তত ৫০ স্পটে সাবান দিয়ে হাত দোয়ার ব্যবস্থা করা হয়। জীবানুনাশক স্প্রে করা হয়। বহিরাগতদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এছাড়া খাবার নেই এমন শ্রমিককে খুজে বের করে গ্রাম্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানান ব্যবস্থাপক আবুল কাশেম।