Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

একান্ত সাক্ষাৎকারে র‌্যাব-৯ কমান্ডার আনোয়ার হোসেন ॥ খাদ্য সামগ্রী নিজে বহন করাই আমার নেতৃত্ব দানের স্টাইল

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দুর্যোগপূর্ণ অবস্থায় মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন র‌্যাব-৯ এর কমান্ডার এএসপি আনোয়ার হোসেন শামিম। এই কার্যক্রমে সর্বমহলে প্রশংসিত হয়েছে তিনি। সম্প্রতিক সময়ে দেখা যায় উনার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন এবং ওই ছবিতে খাদ্য সামগ্রীর বস্তা নিজে মাথা করে বহন করে চলছেন সাথে সাথেই তা ভাইরাল হয়ে যায়, উনার সাথে আজ একান্ত আলোচনা করার সময় কেন নিজেই ত্রাণ সামগ্রী বহন করেন জানতে চাইলে তিনি বলেন, অনেকেই জানতে চান, আমি একজন বিসিএস ক্যাডার অফিসার এবং র‌্যাবের কমান্ডার হওয়া সত্ত্বেও কেন ত্রাণের খাদ্যসামগ্রীর বস্তা নিজে বহন করি। বোঝা নেওয়ার জন্য নিচের র‌্যাংকের লোকজন তো আছেই। আসলে এক্ষেত্রে আমার ভাবনাটা একটু ভিন্ন। গত বেশ কিছুদিন ধরেই আমরা শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্প পরিবার পায়ে হেঁটে দুর্গম অঞ্চলের প্রকৃত ক্ষুধার্ত মানুষের কাছে সামান্য চাল-ডাল পৌঁছে দেওয়ার কাজটি করে আসছি। এখন আমি যদি আমার অধীনস্থ র‌্যাব সদস্যদেরকে বোঝা বহন করবার আদেশ দিয়ে নিজে খালি হাতে হাঁটতাম, তাহলে তারা হয়তো আমাকে স্বার্থপর একজন নেতা হিসেবেই চিহ্নিত করতো, যা তাদের কর্মস্পৃহা ও মনোবলকে নেতিবাচকভাবে প্রভাবিত করতো নিশ্চিত। তাই প্রতিটি ক্ষেত্রে অধস্তনদের সমান ভার নেওয়া, খাদ্যসামগ্রীর বস্তা নিজেও বহন করে সবার সামনে সামনে চলাই আমার নেতৃত্ব দানের স্টাইল। কাঁধের র‌্যাংক দেখে নয়, কাজের মাধ্যমেই প্রমাণ হোক এখানে কমান্ডার কোন জন। অফিসাররা বোঝা মাথায় নিলে জাত চলে যাবে, বোঝা বহন করা শুধু নিচের র‌্যাংকের লোকদের কাজ- এমন অমানবিক ও মধ্যযুগীয় চিন্তাধারা করোনা ভাইরাসের সাথে সাথে পৃথিবী থেকে বিদায় হোক।