Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শ্রমিকদের উৎসাহ দিতে মকার হাওরে ধান কাটলেন ইউপি চেয়ারম্যান সাজু

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুল আলম চৌধুরী সাজু মানবতার কল্যাণে তার নির্বাচনী এলাকায় উন্নয়ন, গরীব, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে কাজ করে যাচ্ছেন। ২০ এপ্রিল সোমবার সকালে সদর ইউনিয়নের মকার হাওরে ধান কাটা শ্রমিকদের উৎসাহ এবং উদ্দীপনা দিতে শ্রমিকদের মাঝে মিশে ধান কেটে দিলেন জনগণের সেবক ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু। এ সময় তিনি ধান কাটা শ্রমিকদের পরিবার ও তাদের খোঁজ খবর নিয়েছেন। তরুণ এ জনপ্রতিনিধি তাদের মাঝে গিয়ে ধান কাটা এবং তাদের প্রেরণা দেওয়ার জন্য শ্রমিকরা সন্তুষ প্রকাশ করেছে। ধান কাটা এক শ্রমিক বলেন আমাদেরকে প্রেরণা যুগাতে চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে এসে ধান কেটে দিবেন তা আমরা কল্পনা করিনি। এটা বিরল। ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী ধান কাটা শ্রমিকদের দ্রুত ধান কেটে ঘরে তুলার আহ্বান জানান। এ সময় তিনি শ্রমিকদের সব ধরনের সার্বিক সহযোগিতা সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে করা হবে বলে তিনি আশস্থ করেন। চেয়ারম্যান সাজু করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জীবনের ঝুকি নিয়ে সদর ইউনিয়নের বিভিন্ন বাজারে গিয়ে প্রচারণা ও লোকজনকে ঘরে থাকতে সর্বদা প্রচারণা করে আসছেন তিনি। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনান ত্রাণ তহবিল থেকে পাঠানো খাদ্য সামগ্রী সমানভাবে এলাকার হতদরিদ্র ও কর্মবঞ্চিত মানুষের মাঝে বিতরণ করে আসছেন।