Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে মাথা ন্যাড়া করার ধুম পড়েছে

আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে \ নবীগঞ্জ উপজেলায় মাথা ন্যাড়া করার ধুম পড়ে গেছে। মাথা ন্যাড়া নিয়ে এলাকায় তুলপাড় সৃষ্টি হয়েছে। মাথা ন্যাড়া নিয়ে একেক জনের যুক্তি আসছে একেক রকম। কেউ কেউ বলছেন করোনার জন্য এই রকম হচ্ছে, আবার কেউ বলছেন স্কুল, কলেজ বন্ধ রাখার কারণেও যুককরা মাথা ন্যাড়া করতেছে।
সরজমিনে উপজেলার ও পৌরসভার প্রায় গ্রামে দেখা গেছে মাথা ন্যাড়ার ধুম পড়ে গেছে। উপজেলার নবীগঞ্জ পৌরসভা, ইনাতগঞ্জ, কাজিরবাজার, ইমামবাড়ি, শিবগঞ্জ, আউশকান্দি, গোপলারবাজার, চৌধুরীবাজার সহ ১৩টি ইউনিয়নে মাথা ন্যাড়ার ধুম পড়েছে। শিবগঞ্জ বাজারের পাশের এলাকার হলদারপুর গ্রামের যুবক সুয়েবের সাথে কথা বলে তিনি বলেন, সেলুন বন্ধ তাই নিজের চুল নিজে কাটা সম্ভব নয় তাই একেবারে ন্যাড়া করে দিয়েছি। নবীগঞ্জ পৌর এলাকার বেলাল আহমেদ তালুকদার বলেন, বিশ্ববিদ্যালয় দীর্ঘ বন্ধ থাকায় চুল ন্যাড়া করেছি। নবীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দার জামাল মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন দেশে প্রায় জায়গায় শুনা যাচ্ছে মাথা ন্যাড়া করলে করোনা ভাইরাস আক্রান্ত করবে না, তাই ন্যাড়া করেছি। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে ছবি পোস্ট করেছেন বেলাল আহমেদ তালুকদার, জাবেদ উমর, শাহ হাবিবুর, সোহানুর রহমান সোহান, রোমান, রেদুয়ান প্রমুখ। এদের একেক জনের একেক রকম বক্তব্য, কেউ বলে সেলুনবন্ধ থাকায়, কেউ বলে চুলের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণ করে বলে তারা শুনেছেন তাই চুল ন্যাড়া করেছি। খোঁজ নিয়ে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে তারা নিজ নিজ সচেতনতাবোধ থেকেই তারা মাথা ন্যাড়া করেছে। সহপাঠীদের মাথা ন্যাড়া দেখে তাদেরও উদ্বুদ্ধ করেছে মাথা ন্যাড়া করতে।