Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাল পাসপোর্ট জমা দিলেন খালেদা জিয়া

এক্সপ্রেস ডেস্ক ॥ রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসে গিয়ে রেড পাসপোর্ট জমা দিলেন খালেদা জিয়া। সেইসাথে মেশিন রিডেবল পাসপোর্টের জন্য আবেদন জমা দিলেন তিনি। প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা থাকার সময় রেড পাসপোর্ট ব্যবহার করতেন তিনি। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেশিন রিডেবল (এমআরপি) পাসপোর্ট তৈরি করতে তিনি আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসে আসেন। বিকেল ৪টা ৩৮ মিনিটে তিনি পাসপোর্ট অফিসে প্রবেশ করেন। ৫টা ৫ মিনিটে তিনি বের হয়ে আসেন। বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি জানান, ম্যাডাম তার রেড পাসপোর্ট জমা দিতে এসেছেন। তিনি মেশিন রিডেবল পাসপোর্ট করতে এসেছেন। এখন থেকে প্রটোকল অনুযায়ী তিনি আর রেড পাসপোর্ট ব্যবহার করতে পারবেন না। সাধারণত বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ অফিস খোলা থাকে। খালেদা জিয়া ভিআইপি হওয়ায় তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানা গেছে। দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকারসহ মন্ত্রী পরিষদের সদস্যরা রেড পাসপোর্ট ব্যবহারের সুযোগ পান। এ ছাড়া দূতাবাসে কর্মরত কূটনৈতিকরাও এই পাসপোর্টের অধিকারী। এই পাসপোর্টধারীরা জেনেভা কনভেনশন অনুযায়ী ভ্রমণে ডিপ্লোমেটিক ইমিউনিটি ও অধিকার ভোগ করে থাকেন। উল্লেখ্য, ১৯৯১ সাল থেকে খালেদা জিয়া রেড পাসপোর্ট ব্যবহার করছেন। ওই বছর সরকার গঠনের পর তিনি রেড পাসপোর্টধারী হন। ১৯৯৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকার পর ওই বছর থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদের বিরোধী দলের নেতার দায়িত্ব পালন করেন তিনি। ২০০১ সালের অক্টোবরে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার গঠন করলে ফের প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর ৮ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নের্তৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় গেলেও রেড পাসপোর্ট বহাল ছিল খালেদা জিয়ার। কিন্তু ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় খালেদা জিয়া জাতীয় সংসদে বিরোধী দলের নেতা কিংবা কোনো পদে নেই। তাই তিনি রেড পাসপোর্ট ব্যবহার করতে পারবেন না। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে গুলশানের বাসভবন থেকে রওয়ানা হয়ে ৪টা ৩৮ মিনিটে তিনি সেখানে পৌঁছেন। এদিকে, খালেদা জিয়ার আগমন উপলক্ষে রাস্তার দু’পাশে সারিবদ্ধভাবে নেতাকর্মীরা দাঁড়িয়ে সরকারবিরোধী শ্লোগান দিচ্ছেন। তার সাথে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, প্রচার সম্পাদক জয়নাল আবদিন ফারুক, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, যুব বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ উপস্থিত রয়েছেন।