Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মার্স কেড়ে নিল ২ ডাক্তারের প্রাণ

এক্সপ্রেস ডেস্ক ॥ সৌদি আরবে এবার মার্সে আক্রান্ত হয়ে দুজন বিশেষজ্ঞ চিকিৎসক মারা গেছেন। কিং ফাহাদ হাসপাতালের ডারমেটোলজিস্ট ড. তারেক ওয়ালিদ রাজিখান ও একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক ড. আহমেদ আল ঘুনাইম মার্সে আক্রান্ত হয়ে মারা যান। এদের মধ্যে ড. তারেকের দাফন সম্পন্ন হয়েছে। ড. তারেক ওয়ালিদ রাজিখানের পিতা একজন চিকিৎসক। এক মাস আগে ২৯ বছর বয়সী ড. তারেক মার্স ভাইরাসে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার দু মাসের একটি কন্যা সন্তান রয়েছে। ড. আহমেদ আল ঘুনাইম যিনি হোম কেয়ার চিকিৎসক ছিলেন এবং মার্সে আক্রান্ত হবার পর তাকেও হাসপাতালে ভর্তি করা হয়।
ধারণা করা হচ্ছে উট থেকে মার্স ভাইরাস ছড়িয়ে পড়ছে। মার্স ভাইরাসে আক্রান্ত হবার পর রোগীর উচ্চ তাপমাত্রা ও শরীরে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়।