Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শিশু সাংবাদিকদের হবিগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন

স্টাফ রিপোর্টার ॥ অধিকহারে শিশুমৃত্যুর প্রেক্ষিতে জাতীয় শিশু টাস্কফোর্স হবিগঞ্জ জেলা শাখার শিশু সাংবাদিকদের একটি প্রতিনিধি দল গতকাল বুধবার হবিগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন করেছে। পরিদর্শনকালে শিশু ওয়ার্ডে অবস্থানরত রোগী এবং তাদের অভিভাবকদেরকে হাসপাতালের সেবা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তারা শিশু সাংবাদিকদের কাছে বিভিন্ন ধরণের অসুবিধার কথা তুলে ধরেন। তারা অভিযোগ করেন, রোগীর কোন বিষয়ে চিকিৎসকদের জানাতে চাইলে তারা রোগীকে অবহেলার চোখে দেখা হয়। এ সময় এক অভিভাবক জানান, তার সন্তান ৩ দিন ধরে জ্বরের কারণে হাসপাতালে ভর্তি। কিন্তু ডাক্তাররা তার সন্তানকে গুরুত্ব দিয়ে চিকিৎসা করছেন না। তারা আরও জানান, কর্তব্যরত ডাক্তার হাসপাতালে চিকিৎসার বদলে প্রাইভেট চেম্বারে চিকিৎসার ইঙ্গিত দেন। ভুক্তভোগীরা যেসব বিষয়ে অভিযোগ জানান তার মধ্যে উল্লেখযোগ্য হল আধুনিক সদর হাসপাতালের খাবারের মান অতি নগণ্য, বিশুদ্ধ পানির চরম দূর্ভোগ এবং অতি স্বল্প আবাসন ব্যবস্থা, শৌচাগারের নোংরা অবস্থা ইত্যাদি। এসব বিষয়ে হাসপাতালে কর্তব্যরত নার্স ও আয়াদের সাথে কথা বলতে গেলে তারা শিশু সাংবাদিকদের সাথে দূর্ব্যবহার করেন। পরে সিভিল সার্জনের সাথে দেখা করতে গেলে তাকে না পাওয়ায় অফিসে কর্মরত স্টাফ জানান সদর হাসপাতাল এখন আর সিভিল সার্জনের অধীনে নেই।