Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

করোনা প্রতিরোধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ করোনা প্রতিরোধে কঠোর অবস্থানে স্থানীয় উপজেলা প্রশাসন। যে বাজার গুলো সব সময় মানুষে সরগরম থাকতো। সেই বাজারগুলো সন্ধার পর থেকেই ভুতুড়ে অবস্থা বিরাজ করছে। নেই ব্যবসায়ী, নেই ক্রেতা। বলতে গেলে জনমানব শুন্য। কয়েকটি ফার্মেসী ব্যতিত ছোট বড় সকল দোকানে ঝুলছে তালা। ২দিন যাবত এমনি পরিবেশ বিরাজ করছে বানিয়াচং উপজেলা সদরের বাজার গুলোতে। এর একটাই কারণ প্রাণঘাতি করোনা ভাইরাসের আতঙ্কে আবালবৃদ্ধবণিতা দিশাহারা! সবার চোখেমুখে আতঙ্ক। বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্রগুলো যখন নভেল করোনা ভাইরাসের থাবায় দিশাহারা, সেখানে তয় বিশ্বের ঘনবসতি বাংলাদেশের জনগণের মধ্যে এক অজানা আতঙ্ক বিরাজ করছে। জনগণের জানমাল রায় অনেক তৎপর প্রশাসন। সম্প্রতি সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিদের নিয়ে ঘন ঘন সচেতনতামূলক সভা করছেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার। জায়গায় জায়গায় সাঁটিয়ে দিচ্ছেন গণবিজ্ঞপ্তি, করছেন মাইকিং। এর প্রভাব পড়ছে সকল শ্রেণি পেশার মানুষের উপর। যে কারণে সরকারি নির্দেশিকা সহজেই মেনে নিচ্ছেন এখানকার বাসিন্দারা। সন্ধার আগেই সদা করে বাড়ি ফিরছেন ক্রেতারা। সন্ধার পর বাজারের মোড়ে মোড়ে যেখানে প্রচন্ড ভীড় ছিল মানুষের, সেখানে সুনসান নিরবতা বিরাজ করছে। তা ছাড়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনকে সার্বক্ষনিক সহযোগিতা করে যাচ্ছেন। এ ব্যাপারে বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য আলমগীর মিয়া জানান, শুধু করোনা ভাইরাসের ক্ষেত্রে নয়, উপজেলা প্রশাসনের যে কোন নির্দেশিকা মানতে আমরা ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করে থাকি। রাষ্ট্রের যে কোন কাজে সহযোগিতা করতে এ বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ অত্যন্ত আন্তরিক। প্রশাসন যে কোন সময় যে কোন নির্দেশিকা দিলে তাৎণিকভাবে ব্যবসায়ীদের দোরগড়ায় গিয়ে এ ম্যাসেজ আমরা পৌছে দেই।