Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে গণজমায়েত করে বিয়ের অনুষ্ঠান ॥ বর-কনের পিতাকে অর্থদন্ড

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে গণজমায়েত করে বিয়ের অনুষ্ঠান করার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বর ও কনের পিতাকে অর্থদন্ড করা হয়েছে। ২২ মার্চ রোববার বেলা ২টায় বানিয়াচং উপজেলা সদরের ৪নং ইউনিয়নের লামাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, করোনা ভাইরাস সংক্রামনের হাত থেকে বাঁচতে ইতিপূর্বে জেলা প্রশাসন সকল ধরনের সভা সমাবেশ, ধর্মীয় অনুষ্ঠান, গ্রাম্যপঞ্চাইতসহ সকল প্রকার গণজমায়েত এর উপর নিষেধাজ্ঞা জারি করে। তার পরেও ওই সময়ে গনজায়েত করে বিয়ের অনুষ্ঠান করায় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান ওই গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় কনের বাবা লামাপাড়া গ্রামের আলতাব হোসেন ও পাশর্^বর্তী যাত্রাপাশা গ্রামের বরের বাবা শেখ উমর আলী ভূল শিকার করলে উভয়কে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে সহকারি কমিশনার ভূমি মোঃ মতিউর রহমান খাঁন বলেন, বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে গণজমায়েত করায় সংক্রামক রোগ বিস্তার কাজে সহায়তার অপরাধে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
এছাড়া বিয়ের অনুষ্ঠানটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হয় এবং এরূপ কর্মকান্ড বর্তমান সময়ে যেন কেউ না করে সেজন্য সতর্ক করে দেয়া হয়েছে।