Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রশিক্ষণের মাধ্যমে চাষাবাদ করলে কৃষকরা স্বাবলম্বী হওয়া সম্ভব

প্রেস বিজ্ঞপ্তি ॥ শেভরন এর অর্থায়নে এবং আইডিয়া কর্তৃক পরিচালিত ”কমিউনিটি ড্রিভেন গ্রীন ইনিশিয়েটিভ (সিডিজিআই)” প্রজেক্ট কর্তৃক ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের জন্য দিনব্যাপি জৈবিক পদ্ধতিতে কুমড়া ও মসলা জাতীয় ফসল উৎপাদন পদ্ধতি বিয়ষক প্রশিক্ষনের আয়োজন করা হয়। এতে মোট ১১জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষী অংশগ্রহন করেন। প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং দীঘলবাক ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ছালিক মিয়া, শেভরন বাংলাদেশ কমিউনিটি এ্যানগেজমেন্ট ম্যানেজার মলয় কুমার সরকার, শেভরন বাংলাদেশ সিনিয়র কো-অর্ডিটের কমিউনিটি এ্যানগেজমেন্ট কামরুজ্জামান রিপন, ফিল্ড অপারেশন কো-অর্ডিনেটর আইডিয়া মোঃ শাহিনুর রহমান। প্রকল্প ব্যবস্থাপক, সিডিজিআই আইডিয়া উজ্জ্বল দেব এর সঞ্চালনায় প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন, এবং উপ-সহকারী কৃষি কর্মকতা এমদাদুল হক। অনুষ্ঠানে বক্তারা দেশের দারিদ্রতা বিমোচন, বেকারত্বে¡র হার কমানো ও বিভিন্ন ভিটামিনের চাহিদা মেটাতে শাক-সবজিসহ কুমড়া ও মসলা জাতীয় ফসল উৎপাদনের উপর গুরুত্ব¡ সম্পর্কে আলোচনা করেন এবং দেশের অর্থনীতিতে এর ভুমিকার গুরুত্বারোপ করেন। নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম এবং দীঘলবাক ইউ/পি চেয়ারম্যান মোঃ ছালিক মিয়া শেভরন এবং আইডিয়া এর এই প্রকার উদ্যোগকে সাধুবাদ জানান এবং অংশগ্রহনকারীদেরকে মনযোগ সহকারে প্রশিক্ষণে সক্রিয়ভাবে অংশ গ্রহনের মাধ্যমে প্রশিক্ষণলব্ধ শিখণ বাস্তবে সফলতার জন্য অনুরোধ করেন। প্রকল্পটি বিগত মার্চ ২০১৩ হতে আউশকান্দি, ইনাতগঞ্জ এবং দিঘলবাক ইউনিয়নের মোট বাইশটি গ্রামে মোট দুইশত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক নিয়ে জৈবিক উপায়ে সব্জি চাষাবাদ ও মাঠফসল, কাঠ ও ফল জাতীয় বৃক্ষ রোপন এবং পুকুরে মাছ চাষ বিষয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে। সভায় প্রধান অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম বলেন, কৃষির উপর উক্ত প্রশিক্ষণ খুবই গুরুত্ব ও প্রশিক্ষনের মাধ্যমে চাষাবাদ করলে আর্থিকভাবে স^াবলম্বী ও পুষ্টির চাহিদা মেটাতে কার্যকরী ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।