Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে মুজিব জন্ম শতবর্ষ উদ্যাপন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে নবীগঞ্জ প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা চত্বরে নব-নির্মিত বঙ্গবন্ধু মোড়ালে পুষ্পস্তবক অর্পন শেষে কুইজ ও রচনা প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল’র সভাপতিত্বে ও পজিপ কর্মকর্তা সাকিল আহমদ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য দেওয়ান শাহ নওয়াজ গাজী মিলাদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মুমিন, ওসি মোঃ আজিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ নুর উদ্দিন বীর প্রতিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, প্যানেল মেয়র এটিএম সালাম, বাবুল চন্দ্র দাশ, ফারজানা আক্তার পারুল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাদেক হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম আলীবর্দী খান সুজন, প.প. কর্মকর্তা শাহদাত হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ সরকারী কলেজের অধ্যাপক রফিকুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ, রানা, সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, মুক্তিযোদ্ধা গৌর চন্দ্র রায়, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারন সম্পাদক বিপুল চন্দ্র দাশ, প্রধান শিক্ষক আলী আমজদ মিলন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, সাধারন সম্পাদক ছইফা রহমান কাকলি, আওয়ামীলীগ নেতা অমলেন্দু সুত্রধর, দুলাল চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ গুল আহমেদ কাজল, লোকমান আহমেদ খান, রাব্বি আহমদ চৌধুরী মাক্কু, পিকলু চৌধুরী, পৌরযুবলীগের আহবায়ক ফজল আহমদ চৌধুরী, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমিনুর রহমান চৌধরী সুমন, সহ-সভাপতি পিন্টু রায়, পৌর কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, জাকির হোসেন, প্রানেশ চন্দ্র দেব, জাহেদ চৌধুরী, রোকেয়া বেগম, শিক্ষক কাঞ্চন বণীক, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম অপু, ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান রাজু, মহিনুর রহমান ওহি, পৌর ছাত্রলীগের সভাপতি বাবলু আহমেদ, সাধারন সম্পাদক সিদ্ধার্থ শংকর ভট্টাচার্য্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের অফিস সহকারী বিপুল চক্রবর্ত্তী, সিএ মাহবুবুর রহামন, সুকেশ চক্রবর্ত্তী, সরাজ মিয়া, এলেমান আহমদ চৌধুরী, বিপুল চক্রবর্ত্তী, রাজীব কুমার রায়, শিক্ষক রাখাল চন্দ্র দাশ, শিক্ষক মহিতোষ দাশ, শিক্ষক সুবিনয় পুরকায়স্থ প্রমুখ। এ সময় নবীগঞ্জ উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী তথ্য প্রযুক্তিলীগ, পৌর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, প্রধান শিক্ষক সমিতি, নবীগঞ্জ সরকারী কলেজ, রিলেশন টু পিপলসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। পরে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।