Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ কারাগারে নবীগঞ্জের হাজতি এক যুবকের মৃত্যু

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবুল মিয়া (৩৫) নামে যুবকের মৃত্যু হয়েছে। নিহত বাবুল নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামের মৃত আহমদ আলীর ছেলে। তাকে নবীগঞ্জ পুলিশ একটি মাদক মামলায় কারাগারে প্রেরন করে ছিলেন। পুলিশ জানায়- প্রায় একমাস আগে পুলিশ তাকে উপজেলার সদর ইউপির গুজাখাইড় হরিধরপুর গ্রাম থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে। সে পেশায় একজন রাজমিস্ত্রি শ্রমিক। তার পরিবারের লোকজন জানান, হরিধরপুর এলাকায় রাজমিস্ত্রীর কাজ করার জন্য সে যায়। সেখানে রাত্রি থেকে কাজ করতো। প্রায় মাস খানেক আগে স্থানীয় অজ্ঞাতনামা লোক তার শয়ন কক্ষে গাজাঁ রেখে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে গ্রেফতার করে ঘর থেকে গাজাঁ উদ্ধার করে। পরে ওই মামলায় জেল হাজতে প্রেরন করে। গ্রামবাসী জানান, নিহত বাবুল কখনও গাজাঁ সেবন করতে কেউ দেখেনি। তাকে ফাসাঁনো হয়েছে। রবিবার বিজ্ঞ আদালতে তার জামিন মঞ্জুর হয় বলে পরিবার সুত্রে জানা গেছে। কিন্তু এর আগেই শনিবার রাতে সে বুকে ব্যথা অনুভব করে। জেল কর্তৃপক্ষ তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করেন। গুরুতর অবস্থায় রবিবার সকালে তাকে সিলেট প্রেরন করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় সোমবার সকালে মারা যায়। পরিবারের লোকজন তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসে। বিকালে জানাজার নামাজ শেষে তার দাফন সম্পন্ন হয়। হবিগঞ্জ কারাগারের জেলার মোঃ জয়নাল আবেদীন ভূঞা জানান, শনিবার রাতে বাবুল বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিক তাকে সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। গুরুতর অবস্থায় রোববার তাকে সিলেট প্রেরণের পরামর্শ দেন ডাক্তার। পরবর্তীতে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান। নিহত বাবুল মিয়া ৪ ভাই-বোনের মধ্যে ৩য়। সে ৩ পুত্র সন্তানের জনক। তার মৃত্যুর খবরে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।