Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জে বিএমএসএফ এর মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ কুড়িগ্রামে বাংলা ট্রিবিউনের সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানের উপর জেলা প্রশাসক কর্তৃক নির্যাতনের প্রতিবাদে ও তার উপর মিথ্যা মামলার প্রত্যাহার এবং দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে হবিগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) হবিগঞ্জ জেলা শাখা। গতকাল সোমবার বিকাল ৫টায় হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিএমএসএফ হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সিরাজুল ইসলাম জীবন এর সভাপতিত্বে ও সদস্য সচিব একে কাওসারের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সভাপতি আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী, সাবেক সভাপতি প্রদীপ দাশ সাগর, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এমদাদুল হক সোহেল, সাবেক সভাপতি শাকিল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কুহিনুর ও জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য নূরুল হক কবির, সাংবাদিক মজিুবর রহমান, দৈনিক হবিগঞ্জ সমাচারের নির্বাহী সম্পাদক দিদার এলাহি সাজু, বাংলা টিভির কাজল সরকার, বিএমএসএফ হবিগঞ্জ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মীর আব্দুল কাদির, হবিগঞ্জ জার্নালের নির্বাহী সম্পাদক মোঃ রহমত আলী, প্রতিদিনের সংবাদ এর জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, আমার সংবাদ চুনারুঘাট প্রতিনিধি মীর জামাল হোসেন, সাইফুর রহমান তারেক, মিজানুর রহমান আখলাছ আহমেদ প্রিয় ও জাহেদ আলী মামুন প্রমুখ। প্রতিবাদ সমাবেশে ও মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধে সরকারের দৃষ্টি আর্কষণ করেন। এছাড়া কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামের উপর নির্যাতন, গ্রেপ্তার ও সাজানো সাজা দেয়ার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান সাংবাদিক নেতারা।