Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ জেলায় হাম রুবেলা ক্যাম্পেইন শুরু ১৮ মার্চ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে হাম রুবেলা টিকা দান ক্যাম্পেইন শুরু হবে আগামী ১৮ মার্চ থেকে। এ ক্যাম্পেইন চলবে ১১ এপ্রিল পর্যন্ত। ‘আয় আয় সোনামনি, টিকা নিয়ে যা’ এ শ্লোগানকে নিয়ে এবারের ক্যাম্পেইন হচ্ছে। জেলায় ৫ লাখ ৭৯ হাজার ৭৪৬ জন শিশুকে এ টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার শিশু থেকে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীদের এ টিকার আওতায় আনা হবে। প্রথম পর্যায়ে ১৮ থেকে ২৫ মার্চ বিদ্যালয়গুলোতে এবং ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটির দিন ব্যতিত নির্ধারিত টিকাদান কেন্দ্রে এসব টিকা দেয়া হবে। গতকাল রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান সিভিল সার্জন ডাঃ একেএম মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, হাম রুবেলার কারণে শিশুদের কানে, হার্টে, চোখে মারাত্মক সমস্যা হতে পারে। এছাড়াও খর্বাকায়সহ শিশুর আরও গুরুতর সমস্যা সৃষ্টি হতে পারে। ৯ থেকে ১২ মাসের মধ্যে প্রথম টিকা দিলে ৮৫ শতাংশ শিশুর শরীরে এ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরী হয়। আর দ্বিতীয় পর্যায়ের টিকা দিলে ৯৫ শতাংশ শিশুর শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরী হয়। তিনি জানান, সর্বশেষ ২০১৪ সালে এ টিকা দেয়া হয়েছিল। কিন্তু ২০১৭ সালে আবারও এ রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে যায়। তাই সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে।