Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ ইসকনে প্রভূপাদের বিগ্রহ প্রতিষ্টা ও নৃসিংহ চতুর্দশী উৎসব উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি ॥ ইসকন প্রতিষ্টাতা আচার্য্য শ্রীল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভূপাদের বিগ্রহ প্রতিষ্টা ও নৃসিংহ চতুর্দশী উৎসব উদযাপন উপলক্ষে ৩দিন ব্যাপী কর্মসুচি গতকাল মহা প্রসাদ বিতরণের মধ্যদিয়ে শেষ হয়েছে।
হবিগঞ্জে নরসিংহ জিউ মন্দিরে ইসকন আয়োজিত কর্মসুচির মধ্যে ১২ মে গীতা পাঠ ও শুভ অধিবাস অনুষ্ঠিত হয়। ১৩ মে ভাগবত পাঠ, অগ্নিহোত্র যজ্ঞ, মহা অভিষেক ও শ্রী মানিক বনিকের সৌজন্যে শ্রীল প্রভপাদের বিগ্রহ প্রতিষ্টা করা হয়। মন্দিরের অধ্যক্ষ উদয় গৌরদাস ব্রক্ষ্মচারীর সভাপতিত্বে ও ইসকনের আজীবন সদস্য প্রমথ সরকারের পরিচালনায় অনুষ্ঠিত ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীপাদ চারু চন্দ্র দাস ব্রক্ষ্মচারী। প্রধান আলোচক ছিলেন ইসকন বাংলাদেশের সহ সভাপতি শ্রীমৎ ভক্তিপ্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও বাউল সঙ্গীত পরিবেশন করেন সিলেট ইসকনের অধ্যক্ষ শ্রীনবদ্বীপ দ্বীজ গৌরাঙ্গ দাস ব্রক্ষ্মচারী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনমানিক বণিক, সনাতন কৃপা দাস, সুখদা বলরাম দাসাধিকারী, হরিভক্ত চৈতন্য দাস ব্রক্ষ্মচারী প্রমুখ।
কর্মসুচির শেষ দিন গতকাল হাজারো ভক্তের মাঝে মহাপ্রসাদ বিতরণ ও বিশ্ব শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।