Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেই কোন ঔষধ ॥ ভোগান্তি চরমে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা সঠিক ভাবে সেবা পাচ্ছেন না। চিকিৎসকরা তাদেরকে সঠিক ভাবে চিকিৎসা না দেওয়ায় ও অবহেলার কারণে ভুক্তভোগী হচ্ছেন রোগীরা। গতকাল রবিবার (১৫ মার্চ) নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ গ্রামের মৃত মনির মিয়ার পুত্র মোঃ শফিকুর রহমান (৫৫) শারীরিক অসুস্থতার কারনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ১০৪নং রুমের চেম্বারে পান নাই। তারপর ১১১নং রুমে গিয়ে তিনি চিকিৎসা করান। ভুক্তভোগী শফিকুর রহমানের কাছ থেকে যানা যায়, সরকারি ঔষধ যে গুলো লিখে দেওয়া হয়েছে, সে গুলোর একটি ও পাননি তিনি। তিনি আরও বলেন, আমরা গরীব মানুষ যদি হাসপাতাল থেকে সরকারি ঔষধ না পাই, তাহলে কি ভাবে আমরা সুস্থ্য থাকব। আমাদেরত ফামের্সী থেকে ঔষধ কিনে খাওয়ার মত কোন সামর্থ্য নাই। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলার প. প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ বলেন, আমি নিজে এই বিষয় নিয়ে তদন্ত করে দেখব। তিনি আরও বলেন আমি চাই না কোন রোগী ভুক্তভোগী হন।