Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ রুদ্রগ্রাম সড়কে সিএনজির ভাড়া নিয়ে জটিলতা নিরসন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ রুদ্রগ্রাম সড়কে সিএনজির ভাড়া নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন করা হয়েছে। গতকাল শনিবার (১৪ মার্চ) এক সুধী সমাবেশে রুদ্রগ্রাম সড়কে সিএনজির ভাড়া নিয়ে জটিলতা নিরসন করা হয়। শিবপাশা সিএনজি স্ট্যান্ড হতে আইনগাঁও পর্যন্ত কয়েকটি পয়েন্ট শনাক্ত করে সিএনজির ভাড়া নির্ধারণ করা হয়েছে। সিএনজির ভাড়া নির্ধারণ উপলক্ষে বাউসা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে রুদ্রগ্রাম সড়কে চলাচলকারী সিএনজি শ্রমিক সংগঠন, মালিক, ম্যানাজার এবং এলাকাবাসীর উপস্থিতিতে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক এর সভাপতিত্বে সুধী সমাবেশে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা ও নবীগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, নবীগঞ্জ মিনিবাস মালিক শ্রমিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ, বাউসা গ্রামবাসী সহ এলাকাবাসীর সর্বস্তরের মানুষের উপস্থিতিতে, সুধী সমাবেশ ও এলকাবাসীর সম্মানিত মুরুব্বীয়ানকে নিয়ে বোর্ড গঠন করে রুদ্রগাম সড়কে শিবপাশা সিএনজি স্ট্যান্ড হতে আইনগাঁও পর্যন্ত চলাচলকারী সিএনজির ভাড়া নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, গত (২৫ ফেব্রুয়ারী) নবীগঞ্জে সিএনজি ভাড়া নিয়ে শ্রমিক ও জনতার মধ্যে সংঘর্ষ হয়েছিল।