Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ জেলার বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নেতৃবৃন্দ মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সদস্য ও কুড়িগ্রাম জেলা জজ আদালতের সেরেস্তাদার মোঃ ইউনুছ আলী খন্দকারের উপর পুলিশী নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে হবিগঞ্জ জেলার বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নেতৃবৃন্দ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেছে। বৃহষ্পতিবার বিকাল ৩টায় হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জিয়াউল হক, সহ-মানব বিষয়ক সম্পাদক মোঃ মুখলিছুর রহমান, হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সৈয়দ ওয়াহিদুজ্জামান নাজু, সহ-সভাপতি মোঃ মাসুক মিয়া, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী ফজলু মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় বক্তারা মোঃ ইউনুছ আলী খন্দকারের উপর পরিকল্পিত পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, গত মাসের ২০ তারিখ রাতে কুড়িগ্রাম জেলা জজ আদালতের সেরেস্তোদার মোঃ ইউনুছ আলী খন্দকারকে কুড়িগ্রাম সদর থানার একদল পুলিশ হত্যার উদ্দেশ্যে নিজ বাসা থেকে ডেকে নিয়ে অমানবিক নির্যাতন করে। আমরা মনে করি পুলিশ জনগনের বন্ধু। কিন্তু কিছু উগ্রবাদী পুলিশ সদস্য বিচার বিভাগের সাথে পুলিশের দীর্ঘ দিনের সুসম্পর্ক নষ্ট করতে এ ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করি। আমরা উক্ত ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযুক্ত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। এ ঘটনার উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত তাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানান বক্তারা। এসময় হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের প্রায় দেড় শতাধিক কর্মকর্তা-কর্মচারী মানববন্ধনে উপস্থিত ছিলেন।